• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: মেকআপের ক্ষেত্রে নিন বাড়তি সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০২০, ১৮:৫৩
করোনাভাইরাস, মেকআপ, সতর্কতা
করোনাভাইরাস, মেকআপ, সতর্কতা

অনেক নারীর দৈনন্দিন অত্যাবশ্যকীয় বিষয় মেকআপ। সাজসজ্জা ছাড়াই রাস্তায় বের হন এমন নারীদের সংখ্যা হাতেগোনা। তবে করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি। তবে যাদের একেবারেই উপায় নেই বা প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তাদের উচিৎ কিছুদিন মেকআপ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেয়া।

আসুন জেনে নিই কী করবেন

  • মেকআপ লাগানোর আগে হাত আর মুখ ভালোভাবে সাবান, ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন।
  • যাদের সর্দি বা জ্বর হয়েছে, তারা কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।
  • মেকআপের সরঞ্জাম বেশিরভাগ দেশের বাইরের, তাই সংক্রমিত দেশগুলোর প্রডাক্ট এড়িয়ে চলুন। ডেট দেখে ব্যবহার করুন।
  • এমনিতেও এক প্রডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়। তাই এইদিকে ব্যবহারের সময় নজর দিন।
  • মেকআপ প্রডাক্ট শেয়ার করবেন না।
  • মেকআপ তোলার সময় বাড়তি নজর দিন, যতই ক্লান্ত থাকুন মেকআপ ভালো করে তুলে তবে ঘুমান।
  • ধুলো পড়া মেকআপ প্রডাক্ট কখনও ব্যবহার করবেন না।
  • বাসায় মেকআপ করা সম্ভব হলে পার্লারে গিয়ে মেকআপ করা থেকে বিরত থাকুন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
‘এই চরিত্রের জন্য মেকআপ নিতে এবং তুলতে ৫ ঘণ্টা সময় লাগত’
ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা, ভ্রমণে সতর্কতা
X
Fresh