• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রূপচর্চার সবচেয়ে দামি তেল ছাগলের মল থেকে!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০২০, ১৫:১৩
রূপচর্চা,  দামি তেল, ছাগলের মল
প্রতীকী ছবি।

ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার হয় এমন একটি তেলের নাম আরাগান তেল। এক লিটার আরাগান তেলের দাম বাংলা টাকায় ১৪ হাজার ৯০২ টাকা। কখনও কখনও দাম আরও বেশি হয়। এই মহামূল্যবান আরাগান তেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক বিশেষ প্রজাতির গেছো ছাগল

আরগান বা আরগানিয়া এক প্রকার গুল্ম জাতীয় গাছ। সাধারণত দক্ষিণ-পশ্চিম মরক্কো-র সোয়াস ভ্যালিতে এই গাছ দেখা যায়। এই গাছের ফল রসালো, সুস্বাদু এবং পুষ্টিকর। দেখতে ডিম্বাকার। স্বাদে কিছুটা তেতো। তবে গেছো ছাগলের প্রিয় এই ফল। তাই এখানকার স্থানীয় বাসিন্দারা আরাগান গাছের চাষ করে থাকেন। আরাগান ফলের বীজ থেকে পাওয়া তেল ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার হয়। এই তেলের বিশেষ অ্যান্টি এজিংকার্যকারিতার জন্য গোটা বিশ্বে এর চাহিদা প্রচুর। বাণিজ্যিকভাবে আরগান তেল বিদেশে রপ্তানি করা হয়। অনলাইনেও পাওয়া যায় তেলটি।

তবে এই তেল তৈরির পদ্ধতি জানলে অবাক হবেন। গেছো ছাগলগুলো সোজা আরগান বা আরগানিয়া গাছে চড়ে বীজ সমেত পাকা ফল খায়। বীজগুলো হজম না ছাগলের মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে মেশিনের মাধ্যমে তেল বের করেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh