• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বসন্ত ও ভালোবাসা দিবসেও সাজিয়ে নিন নিজেকে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪
বসন্ত, ভালোবাসা দিবস, সাজ
মডেল- ফাতেমা জুঁই। ছবি- মো: আসিফ রেজা।

এবারের ভালোবাসা দিবস ও পহেলা বসন্ত একদিনেই। প্রতি বছরের দুটি উৎসবের দিন এখন একসঙ্গে। দুইদিনের সেই দুই রকমের রঙিন সাজ তাই অনেকেই এক রকম করেছেন। কেউবা বেছে নিয়েছেন লাল আবার কেউবা হলুদ। কেউ কেউ দুটোর মিশ্রণ ঘটিয়েছেন। সেজেছেন আকর্ষণীয় রূপে।

আসলে দিবস ছাড়াই ভালোবাসা যেমন কড়া নাড়ে সবার হৃদয়ের প্রতিটি পরতে, তেমনি ছোঁয়া লাগে দৈনন্দিন জীবনধারায়ও। যতই দিন যাচ্ছে ততই গুরুত্ব বাড়ছে বিভিন্ন দিবসের। তবে এসব দিবসে সাজসজ্জার বিষয়টা বেশ গুরুত্বের সঙ্গে দেখেন অনেকেই।

যেহেতু ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব একসঙ্গে। তাই সাজগোজ না হলে কি চলে। আজকের এই দিনে নিজেকে প্রিয় মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে গুছিয়ে নিতে হবে নিজেকে।

কেননা সাজগোজ আপনার ব্যক্তিত্বের পরিচায়ক। তাই সাজগোজের বিষয়টি আপনি নিজেই ভালো বোঝেন। রূপায়নের পরিচালক বিউটিশিয়ান আখি বাতরা কীভাবে সাজবেন তার পরামর্শ দিয়েছেন।

মুখের মেকআপ

প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে একটু টোনার লাগিয়ে নিতে হবে। এর পর প্যানসটিক মুখে, ঘাড়ে ও চোখের নিচে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। তারপর একটু সময় দিতে হবে যেন মেকআপটা ভালোমতো স্কিনে মিশে। আর পাফটা একটু ভিজিয়ে নিয়ে প্যান কেক লাগিয়ে নিন আপনার গায়ের রঙের শেডের সঙ্গে মিলিয়ে।

চোখের সাজ

চোখে শেডের লাগিয়ে আইলাইনার বা কাজল দিয়ে সুন্দর করে চোখটা এঁকে নিন। আইব্রো পেন দিয়ে আইব্রো একটু শেপ করে নিন।

লিপস্টিক

দিনেরবেলা বের হলে হালকা কোনও কালার আর সন্ধ্যা হলে ডিপ কোনও কালারের পছন্দমতো লিপস্টিক লাগিয়ে নিন।

সুতি ও আরামদায়ক পোশাক

সুতি ও আরামদায়ক পোশাক বাছাই করুন। এছাড়া হালকা গহনা পরার চেষ্টা করুন। সঙ্গে নিন সানগ্লাস ও পানির বোতল।

মেকআপ কতটা এবং কীভাবে করবেন তা নির্ভর করবে নিজস্ব পছন্দের উপর। তবে সব সময় নিজের সঙ্গে মানানসইভাবে মেকআপ করা উচিত।

পোশাকের সঙ্গে মানিয়ে ব্যাগ ও স্যান্ডেল বাছাই করতে হবে। যদি বাইরে হাঁটাহাঁটি বেশি হয় তাহলে অবশ্যই আরামদায়ক স্যান্ডেল বেছে নিতে হবে। তাছাড়া কানের দুল, গলার মালা, চুরি বা বালা ইত্যাদিও পোশাকের সঙ্গে মানিয়ে পরতে হবে।

সব শেষে বের হওয়ার আগে মন মাতানো সুগন্ধি লাগিয়ে নিন কিন্তু সুগন্ধি ব্যবহার বুঝে শুনে করুন।

এস/জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
গরমে স্নিগ্ধতা থাকুক বৈশাখী সাজে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
X
Fresh