logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬৫২৩ জন, এরপর স্পেনে মৃত্যু ১৩৩৪১ জন, যুক্তরাষ্ট্রে ১০৮৭১ জন, ফ্রান্সে ৮৯১১ জন, যুক্তরাজ্যে ৫৩৭৩ জন, ইরানে ৩৭৩৯ জন, চীনে ৩৩৩১ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৪ জন, মোট আক্রান্ত ৪৪২১ মোট মৃত্যু ১১৪: স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিক্সড ভেজিটেবল স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ জানুয়ারি ২০২০, ১৪:১৮
মিক্সড ভেজিটেবল স্যুপ
মিক্সড ভেজিটেবল স্যুপ
কমবেশি সবাইকেই শিশুদের খাওয়াতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আর ঠিকঠাক না খেলে অপুষ্টিতে ভুগতেও দেখা যায় শিশুদের। শীত আর গরম যাই বলুন না কেনো, বাড়িতে একবার মিক্সড ভেজিটবল স্যুপ ট্রাই করে দেখতে পারেন। শুধু শিশু নয়, সবার জন্যই স্বাস্থ্যকর এই স্যুপ।

মিক্সড ভেজিটবল স্যুপ তৈরি করবেন যেভাবে

তৈরিতে যা যা লাগবে

 টমেটো, গাজর, সবুজ মটর, বিনস ৩ কাপ, স্বাদানুসারে লবণ, জিরা পাউডার আধা চা চামচ, গোলমরিচ পাউডার আধা চা চামচ, গরম তেল ১ চা চামচ,  কারি পাতা ৪টি।

যেভাবে তৈরি করবেন

সবজি কেটে প্রেসার কুকারে দুই কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিন। চাইলে না মিশিয়ে আস্ত টুকরা করে মিশিয়ে নিতে পারেন। তারপর ছাকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে।

এবার স্বাদ পেতে মিশ্রণে যোগ করুন গরম তেল, ধনিয়া পাতা, লবণ, জিরা পাউডার ও গোল মরিচ। এখন গরম গরম পরিবেশন করুন।

এস/পি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৪ ৩৩ ১৭
বিশ্ব ১৩৬৩৩৬৫ ২৯২৪২৫ ৭৬৪২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়