• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিক্সড ভেজিটেবল স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৪:১৮
মিক্সড ভেজিটেবল স্যুপ
মিক্সড ভেজিটেবল স্যুপ

কমবেশি সবাইকেই শিশুদের খাওয়াতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আর ঠিকঠাক না খেলে অপুষ্টিতে ভুগতেও দেখা যায় শিশুদের। শীত আর গরম যাই বলুন না কেনো, বাড়িতে একবার মিক্সড ভেজিটবল স্যুপ ট্রাই করে দেখতে পারেন। শুধু শিশু নয়, সবার জন্যই স্বাস্থ্যকর এই স্যুপ।

মিক্সড ভেজিটবল স্যুপ তৈরি করবেন যেভাবে

তৈরিতে যা যা লাগবে

টমেটো, গাজর, সবুজ মটর, বিনস ৩ কাপ, স্বাদানুসারে লবণ, জিরা পাউডার আধা চা চামচ, গোলমরিচ পাউডার আধা চা চামচ, গরম তেল ১ চা চামচ, কারি পাতা ৪টি।

যেভাবে তৈরি করবেন

সবজি কেটে প্রেসার কুকারে দুই কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিন। চাইলে না মিশিয়ে আস্ত টুকরা করে মিশিয়ে নিতে পারেন। তারপর ছাকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে।

এবার স্বাদ পেতে মিশ্রণে যোগ করুন গরম তেল, ধনিয়া পাতা, লবণ, জিরা পাউডার ও গোল মরিচ। এখন গরম গরম পরিবেশন করুন।

এস/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে প্রশান্তি দেবে আম-পাবদার ঝোল
ঈদের সকালে সুস্বাদু জর্দার ২ রেসিপি
ঈদের সকালে রাঁধুন সেমাইয়ের মালাই ক্ষীর
X
Fresh