• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কী কী কারণে মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে জানেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জানুয়ারি ২০২০, ১৮:২৫
কী কী কারণে মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে জানেন?
ফাইল ছবি

কিডনি থেকে প্রস্রাব এসে যেখানে জমা হয় সেটাই হলো মূত্রথলী। কিডনির সুস্থতার জন্য মূত্রথলী ঠিক রাখা প্রয়োজন। এটি শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা কিডনির কার্যকারিতা ঠিক রাখে। মূত্রথলীতে ইনফেকশন হলে কিংবা প্রস্রাব ঠিকমতো বের না হলে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েকটি কারণে মূত্রথলী ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে প্রস্রাব করতে গেলে ব্যথা হতে পারে। কিছু বিষয় মেনে চললে মূত্রথলী সুস্থ থাকবে। দেখে নিন সেরকম কয়েকটি অভ্যাস।

সম্পূর্ণ প্রস্রাব নিশ্চিত করুন

প্রতিবার সম্পূর্ণ প্রস্রাব হলো কিনা সেটা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা খুবই জরুরি। তা না হলে মূত্রথলীতে সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়া বাসার বাইরে অপরিচিত স্থানে প্রস্রাব করার ক্ষেত্রেও নারীদের সতেচন থাকতে হবে। কারণ অপরিষ্কার টয়লেট থেকে মূত্রথলী থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে।

কম অ্যালকোহল

মূত্রথলী সুস্থ রাখার জন্য অ্যালকোহল গ্রহণের অভ্যাস কমাতে হবে। এছাড়া কফি পানের পরিমাণও কমাতে হবে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালকোহল, চা ও কফি মূত্রথলীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে।

সঠিক খাবার খাওয়া

মূত্রথলীকে সুস্থ রাখতে সঠিক খাবার প্রয়োজন। এজন্য কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে। তেমনই একটি খাবার হলো চকলেট। চকলেট খুব প্রিয় হলেও স্বাস্থ্যের কথা ভেবে এটা এড়িয়ে চলুন। এছাড়া মূত্রথলীকে সুস্থ রাখতে টমেটো ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।

ধূমপান না করা

ধূমপানের কারণে মূত্রথলীতে ক্যানসার হতে পারে। এজন্য শরীরের এ অংশটিকে সুস্থ রাখতে ধূমপান বা যেকোনো ধরনের মাদক গ্রহণ থেকে বিরত থাকুন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এস/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
২০৪১ সালের মধ্যে ধূমপানমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান
আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতালের স্থাপত্য নকশা নিয়ে আলোচনা
সারাহর কিডনি নেওয়া শামীমাও মারা গেলেন
X
Fresh