• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পোকামাকড়ের জ্বালায় নাজেহাল রান্নাঘর, কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৯
পোকামাকড়ের জ্বালায় নাজেহাল রান্নাঘর, কী করবেন?
ফাইল ছবি

আপনি আপনার ঘর বাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেনো কোনো না কোনোভাবে পোকামাকড় চলেই আসে। ঘরে নানা পোকামাকড়ের উপদ্রব খুব সাধারণ একটি সমস্যা। তবে এটি শুধু ঝামেলাই বাড়ায় না, নানা রোগও ছড়ায়। কীভাবে ঘরে পোকার উপদ্রব কমানো যায় তার কিছু উপায় জেনে নিন।

প্রত্যেকের ঘরবাড়িতে পোকামাকড়ের এই সমস্যা থাকেই৷ এই সমস্যার মধ্যে অন্যতম হলো রান্নাঘরে পোকামাকড়- পিঁপড়ার সমস্যা৷

রান্নাঘরের সিঙ্ক তেলাপোকাদের প্রচন্ড পছন্দের জায়গা৷ বিভিন্ন ইনসেক্ট কিলার কিছুদিনের জন্যে কাজ করলেও দীর্ঘস্থায়ী সমাধান দেয় না৷ আর সেইক্ষেত্রে ঘরোয়া কিছু জিনিসের ব্যবহার অনেকটা বড় সমাধান হয়ে কাজ করতে পারে৷

অনেকক্ষেত্রেই কেমিক্যাল কিছু ব্যবহার করলে তা বাড়ির শিশু ও বয়স্কদের সহজেই অসুস্থ করে দিতে পারে৷ সকলের বাড়ির রান্নাঘরেই তেজপাতা থাকে৷ আরশোলা তাড়াতে এটা কার্যকারী ভূমিকা নিতে পারে৷ গ্রাইন্ডারে তেজপাতা গুঁড়িয়ে নিয়ে তা বিভিন্ন ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিতে পারেন৷ এই গন্ধটা পোকামাকড়রা একেবারেই পছন্দ করে না৷

রান্নাঘরের আলমারির তাকে লবঙ্গ রেখে দিন৷ যে জায়গায় আলো পৌঁছায় না সেই জায়গাগুলোতে পোকামাকড় বেশি বাসা বাঁধে৷ সেখানে এই গন্ধদ্রব্যটি রাখলে সেখানে আর থাকতে পারে না পোকামাকড়৷

একটা পাত্রে সম পরিমাণে বরিক পাউডার ও চিনি মিলিয়ে নিন৷ তারপর সেই মিশ্রণটি রান্নাঘরের আলাদা আলাদা কোণে রেখে দিন৷ এতেও আরশোলা তাড়ানো যায়৷

নিম অনেক উপকারি তা সবাই জানেন৷ খাওয়ার ক্ষেত্রেও এটা যেরকম কার্যকরী ঠিক তেমনিই পোকামাকড় থেকে মুক্তি দিতেও অব্যর্থ৷ রান্নাঘরে নিম তেল রাখতে পারেন৷ কিম্বা নিমপাতার গুঁড়ো করে রাখুন এটাও পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করবে৷ সূত্র: নিউজ এইটিন

এস/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের সমস্যা ও সাকিবের ফিটনেস নিয়ে যা জানালেন কোচ সোহেল 
ফের ফেসবুকে সমস্যা
‘ঘুমের সমস্যায় বাড়ছে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও ক্যানসার’
‘হিজড়াদের আবাসন সমস্যা সমাধানে জমি খুঁজছে সরকার’
X
Fresh