• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রতিদিন একটি আপেলে যাদুকরী উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৪
প্রতিদিন একটি আপেলে যাদুকরী উপকার
ফাইল ছবি

লাল-সবুজ রঙের আপেলগুলো দেখলেই খেতে ইচ্ছে করে। আবার কেউ কেউ এমনও আছেন আপেল খেতে পছন্দই করেন না। ‘An apple a day, keeps doctor away…’ এই কথাটা অর্থ হলো- প্রত্যেকদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপেল তো শরীরের জন্য উপকারী। কিন্তু যতটা উপকারী, আপেলের বীজ ঠিক ততটাই ক্ষতিকর।

আপেলের বীজে বিষ থাকে। এই তথ্য জেনে রাখা খুবই জরুরি। কারণ আপেল খাওয়ার সময় আমরা মোটেই খেয়াল রাখি না যে বীজ পেটে যাচ্ছে কিনা। জিভে পড়লে তখন ফেলে দিলেও বেশিরভাগ সময়েই আপেল খাওয়ার সময়ে বীজ পেটে চলে যায়। শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সায়ানাইড নামক বিষ থাকে এই বীজে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নিয়মিত কিসমিস খেলে যে উপকার পাবেন
---------------------------------------------------------------

আপেল কেন খাবেন?

* আপেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
* হার্টের অসুখ ও ক্যানসার প্রতিরোধ করে।
* রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়।
* আপেলের আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য রোধ করে।
* তারুণ্য ধরে রাখে।
* রক্তের চিনির মাত্রা কমিয়ে আনে।
* ডায়াবেটিসের রোগীরাও খেতে পারেন।


* পানিশুন্যতা দূর করে, তৃষ্ণা মেটায় ও শরীর ঠাণ্ডা রাখে।
* দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।
* হজমশক্তি বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে।
* ত্বকের জন্যও ভালো।
* জ্বর-ঠাণ্ডা-কাশি কমে।

সুস্থ থাকতে প্রতিদিন একটি করে আপেল খেলেই যথেষ্ট। অ্যাসিডিক হওয়ায় এর বেশি খেলে দাঁতে সমস্যা দেখা দিতে পারে। আপেল খাওয়ার আগে অন্তত আধাঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিন। সূত্র: জিনিউজ

Shijang - Hayata magic cream
হায়াটা ম্যাজিক ক্রিমটি লং লাস্টিং একটি প্রোডাক্ট। আপনাকে দিবে পারফেক্ট একটি লুক মেকাপ ছাড়াই।

উপাদান

rice extract, glycerrin, mushroom, alovera, jojoba seed oil.

কাজ
এটি ত্বকে ইনস্ট্যান্ট ফেয়ার লুক দেয়।
ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
ত্বক ময়েশ্চারাইজড করে।
ত্বক হেলথি রাখে।
রিঙ্কেলস কমায়।

এস/সি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থতায় ইফতারে যা খাওয়া উচিত
শারীরিক অসুস্থতার কারণে আনন্দটা অনুভব করতে পারছি না : ডলি জহুর
মিঠুনের অসুস্থতা ছিল ভুয়া!
ফারুকীর অসুস্থতা নিয়ে যা বললেন আনিসুল হক
X
Fresh