• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিষ্টি খাওয়ার সেরা সময় শীত

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ১১:৫৭

শীত এলেই মানুষের আহ্লাদের শেষ থাকে না। খাদ্য রসিকরা তো শীতকালের জন্যেই অপেক্ষা করে থাকেন। কারণ যা খুশি খাওয়ার এটাই তো আদর্শ সময়। তাপমাত্রা কম থাকে বলে শরীর খারাপ হওয়ার আশঙ্কাও তখন কম থাকে। এদিকে গরম জামাকাপড়ের সৌজন্যে শরীরের বাড়তি মেদটাও সহজে ঝরিয়ে ফেলা যায়।

সব জায়গাতে এখন সুপার মার্ট বা ডিপার্টমেন্টাল স্টোরগুলোর রমরমা। আর এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোর সৌজন্যে এখন বছরভর সবরকমের খাবারদাবার পাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও, এমন কিছু উপাদেয় রয়েছে যা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়।

চকো চিপ সন্দেশ

উপকরণ
৩০০ গ্রাম ছানা, ২-৩ টেবিলচামচ চিনি, ২ চাচামচ কোকো পাউডার, সাজানোর জন্য চকো চিপস।

প্রস্তুত প্রণালী
ছানা, কোকো পাউডার আর চিনি খুব হালকা আঁচে ১০-১৫ মিনিট নেড়ে-চেড়ে জাল দিন।

নামিয়ে প্লেটে ১.৫ ইঞ্চি মোটা করে ছড়িয়ে নিন। ঠাণ্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিয়ে চকো চিপস ছড়িয়ে সাজিয়ে নিন। এই পরিমাণ উপকরণে ৭-৮ পিস সন্দেশ তৈরি হয়ে যাবে।

গোলাপ সন্দেশ

উপকরণ
৩০০ গ্রাম ছানা, ২-৩ টেবিলচামচ চিনি, ২-৩ টেবিলচামচ উৎকৃষ্ট গোলাপজল।

প্রস্তুত প্রণালী
ছানা আর চিনিটা খুব হালকা আঁচে ১০-১৫ মিনিট পাক দিন। এরপর নামিয়ে প্লেটে ছড়িয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে গোলাপজল মিশিয়ে নিন। পছন্দের আকারে সন্দেশ গড়ে নিন। এই পরিমাণ উপকরণে ৭-৮ পিস সন্দেশ তৈরি হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh