logo
  • ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০ আশ্বিন ১৪২৭

নিয়মিত চা পানে বুদ্ধি বাড়ে: সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়

  লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৯ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬
চা, সিঙ্গাপুর
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউএস) এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত চা পানে মানুষের বুদ্ধি বাড়ে। সপ্তাহে কমপক্ষে চারবার চা পানকারী মানুষের মস্তিষ্ক বেশির ভাগ ক্ষেত্রে অন্যদের তুলনায় দক্ষতার সঙ্গে কাজ করে।

বৃহস্পতিবার এনইউএস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএ।

এনইউএসের গবেষক দল গবেষণাটির জন্য ৬০ বা এর চেয়ে বেশি বয়সের ৩৬ জনকে বাছাই করে। তাদের স্বাস্থ্য, জীবনধারা ও মানসিক অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। এছাড়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের একাধিক নিউরোসাইকোলজিক্যাল টেস্ট এবং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে যা করবেন
---------------------------------------------------------------

ফলাফলে দেখা যায়, যারা ২৫ বছর ধরে সপ্তাহে কমপক্ষে চারবার গ্রিন টি, বা ওলং টি বা ব্ল্যাক টি পান করে, তাদের মস্তিষ্ক বেশি দক্ষ। গবেষণায় নেতৃত্ব দেয়া অধ্যাপক ফেং লেই বলেন, নিয়মিত চা পান মস্তিষ্কের বয়স বৃদ্ধিজনিত সমস্যাগুলো প্রতিরোধ করে।

তিনি বলেন, সড়ক ব্যবস্থা সুসংগঠিত হলে যানবাহন এবং যাত্রীর চলাচল যেমন সহজ হয়। একইভাবে চা পানকারী মানুষের মস্তিষ্ক অন্যদের তুলনায় বেশি কাঠামোবদ্ধ হয়ে থাকে এবং এর ফলে মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা বাড়ে।

কে/সি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়