logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

ছবিতে দেখুন পুরোনো প্লাস্টিক নতুন হয় যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৭ আগস্ট ২০১৯, ২৩:৪৮ | আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৭:২৬
পুরোনো প্লাস্টিক নতুন প্রক্রিয়া
ছবিতে দেখুন পুরোনো প্লাস্টিক নতুন হয় যেভাবে
ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে ঢাকার একটি কারখানায় পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। কয়েক ধাপে শেষ হয় এই কাজ। এরপর তা বিদেশে রপ্তানি করা হয়। বিডিনিউজের বরাতে সম্প্রতি ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে।

বাছাই

ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার কারখানায় প্লাস্টিকের পুরোনো বোতল বাছাই করছেন শ্রমিকরা। এরপর সেগুলোকে টুকরো টুকরো করা হবে।

কাটার জন্য তৈরি

বাছাই করা প্লাস্টিকের বোতলগুলো টুকরো করার জন্য নেওয়া হচ্ছে।

কাটাকাটি

মেশিনের সাহায্যে টুকরো করা হচ্ছে প্লাস্টিকের বোতল।

ধোয়া

প্লাস্টিকের টুকরোগুলো মেশিনের সাহায্যে প্রথমবার ধোয়া হচ্ছে।

দ্বিতীয় দফা ধোয়া

দুই ধাপে পানিতে ধুয়ে নিতে হয় প্লাস্টিকের টুকরোগুলো।

শুকানো

ধোয়া প্লাস্টিকের টুকরোগুলো শুকানো হয় মেশিনের সাহায্যে।

প্যাকেজিং

শুকনা প্লাস্টিকের টুকরো বস্তায় ভরছেন শ্রমিকরা যা বিদেশে রপ্তানি করা হবে।

ডি/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়