• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অপরিচিতদের সঙ্গে দেখা করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ আগস্ট ২০১৯, ২২:১৬
অপরিচিতদের সঙ্গে দেখা সতর্ক
অপরিচিতদের সঙ্গে দেখা করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

বাংলাদেশে বর্তমানে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই জনপ্রিয়। এগুলোর সাহায্যে অনেকেই একেবারে অপরিচিত মানুষদের সঙ্গে পরিচিত হন। কেউ কেউ আবার সম্পর্কেও জড়ান। ফলে পরস্পরের মধ্যে দেখা করাটা জরুরি হয়ে পড়ে।

অপরিচিত কারও সঙ্গে প্রথমবার দেখা করার আগে কিছুটা অস্বস্তি কাজ করাটাই স্বাভাবিক। পাশাপাশি এক্ষেত্রে নিজের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হবে। চলুন দেখে নেয়া যাক সেসব বিষয়গুলো-

  • প্রথমেই নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। কারণ, আপনি যে ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি একবারে আপনার অপরিচিত। তাই নির্জন এলাকায় না গিয়ে কফিশপ বা রেস্তোরাঁয় দেখা করা যেতে পারে।
  • যাওয়ার আগে বন্ধু বা পরিবারের কারও সঙ্গে লোকেশন শেয়ার করুন। এছাড়া কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন।
  • অপরিচিত কোনও জায়গা বা শহরে দেখা করতে না যাওয়াই ভালো। হোটেল বা রিসোর্ট এড়িয়ে চলুন।
  • যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি কী আপনার ওপরে কোনও কিছু চাপিয়ে দিচ্ছে। যেমন- তার পছন্দমতো স্থানেই যেতে হবে বা খাবার খেতে হবে। এমন কিছু হলে বুঝতে হবে আপনার কোনও বিপদ হতে পারে।
  • যার সঙ্গে দেখা করতে যাবেন তিনি যদি আপনাকে মুগ্ধ করার জন্য কোনও মিথ্যা বলে তবে তা বিশ্বাস করবেন না।
  • অপরিচিত ওই ব্যক্তি যদি আগের সঙ্গীর সম্পর্কে অনবরত নেতিবাচক মন্তব্য করে তবে বুঝতে হবে তিনি সমবেদনা পেতে চান। এ ব্যাপারে সাবধান হোন।
  • যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সঙ্গে আপনার পছন্দ-অপছন্দগুলো কতটা মেলে তা দেখে নিন। অতিরিক্ত ব্যক্তিগত বিষয় টানবেন না।

ডি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চগতিতে ছুটবে ট্রেন, সতর্ক থাকার অনুরোধ
এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী
শুক্রবার সাত বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঈদযাত্রার ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ
X
Fresh