• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সহজেই বাসন পরিষ্কার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৯, ১৮:৫১
বাসন পরিষ্কার লাইফস্টাইল পরামর্শ
বাসন পরিষ্কার

কুরবানি ঈদের আমেজ শুরু হয়েছে। এসময়টায় থালা-বাসন পরিষ্কারেরও প্রস্তুতি নেন সবাই যা চলে বেশ কয়েকদিন। এক্ষেত্রে এই কয়েকটি কৌশল জেনে রাখুন। তাহলে আপনার কাজটি খুব সহজ হবে। দেখে নিন কিভাবে বাসন পরিষ্কার করবেন-

  • যদি দেখেন বাসনে পোড়া দাগ অনেক বেশি তাহলে বাসনগুলো ফ্রিজে রেখে এক ঘণ্টা ঠাণ্ডা করে নিন। যখন পোড়া দাগ ঠাণ্ডার কারণে শক্ত বরফ হবে তখন ঘষা দিলেই এই দাগ উঠে যাবে। এরপর ডিশ ক্লিনার দিয়ে ধুয়ে ফেলুন।
  • সারারাত লবণের পানিতে বাসন ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে লবণ পানিসহ সেই বাসন চুলায় গরম করুন। দেখবেন বাসনের তেলতেলে ভাব দূর হয়ে গেছে এবং বাসনের উজ্জ্বলতা বেড়ে গেছে।
  • বাসন থেকে চর্বির দাগ সহজে যেতে চায় না। প্রথমে লবণ দিয়ে ভিজিয়ে রেখে এরপর ডিশ ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন। এতে তেল দূর হওয়ার পাশাপাশি তেলের গন্ধও দূর হবে। তবে ননস্টিক প্যান পরিষ্কার করতে লবণ ব্যবহার করবেন না। এতে স্ক্র্যাচ পড়ে প্যান নষ্ট হয়ে যেতে পারে।
  • পানির সঙ্গে এক চা চামচ ভিনেগার মিশিয়ে গরম করে সেই পানি দিয়ে বাসন পরিষ্কার করুন। এতে তেল, দাগ, গন্ধ সব দূর হয়ে যাবে।
  • পুরনো বাসনে লেবুর রস দিয়ে ভালো করে ঘষলে দেখবেন এর ভিতর এবং বাহিরে ঝকঝক করছে। কারণ লেবুর সাইট্রিক এসিড দাগ তুলতে বেশ কার্যকরী।

আরও পড়ুন

ডি/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঈদযাত্রার ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ
রমজানে সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ পরামর্শ
প্রবাসী আয়ে কর আরোপের পরামর্শ আইএমএফের
ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিলেন অভিনেত্রী
X
Fresh