logo
 • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৯, ১৮:৩২

বজ্রপাতে সুরক্ষিত থাকতে যা করবেন

বজ্রপাত সুরক্ষা
বজ্রপাতে সুরক্ষিত থাকতে যা করবেন
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে। এ কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বজ্রপাতের সময় করণীয় জানতে হবে। তবেই নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। দেখে নিন বজ্রপাতের সময় কী করবেন-

 • বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
 • প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন
 • খোলাস্থানে অনেকে একসঙ্গে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান
 • বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।
 • খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে ৪ মিটার দূরে থাকতে হবে।
 • ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচে খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
 • কোনও বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে সবাই এককক্ষে না থেকে আলাদা কক্ষে যান। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
 • গাড়ির মধ্যে থাকলে ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
 • ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না।
 • বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।
সূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ডি/এমকে

RTVPLUS