• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

যেসব কাজে ব্যবহার করতে পারেন অতিরিক্ত পাকা কলা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৯, ২৩:৪০
পাকা কলার ব্যবহার
অতিরিক্ত পাকা কলা

অতিরিক্ত পাকা কলা খাওয়া যায় না। সেজন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এগুলো ফেলে দিই। তবে কিছু কৌশল জানা থাকলে পাকা কলা দিয়েও দারুণ কিছু কাজ করতে পারবেন আপনি। দেখে নিন সেরকম কয়েকটি কাজ-

  • অতিরিক্ত পাকা কলা আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এজন্য কলা চটকে ৩ টেবিল চামচ চিনি মেশান। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম ও কোমল।
  • কলার খোসা দিয়ে চামড়ার জুতা ঘষে করে নিন। ঝটপট ফিরে আসবে ঝকঝকে ভাব।
  • আইসক্রিম কিংবা স্মুদিতে ব্যবহার করতে পারেন পাকা কলা।
  • কলার খোসা গাছের চমৎকার সার হিসেবে কাজ করে।
  • ওটমিলের স্বাদ বাড়াতে পাকা কলা চটকে মিশিয়ে নিন।
  • কলা চটকে ২ টেবিল চামচ মধু, আধা কাপ নারকেল তেল ও ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুলের লাগান। এটি চুলের আগা ফাটা রোধ করবে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে হিট অফিসারের আরও কিছু পরামর্শ
গরমে হিট অফিসারের পরামর্শ
বয়স্ক-শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, পানি স্প্রের পরামর্শ 
X
Fresh