• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হজ যাত্রীরা সঙ্গে যা নিতে পারবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ১৮:০৮
হজযাত্রী
হজ যাত্রীরা সঙ্গে যা নিতে পারবেন

কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ফ্লাইটটি সকাল সোয়া সাতটায় ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবার বাংলাদেশ বিমানে যারা হজ করতে যাবেন তারা কী কী মালপত্র এবং কী পরিমাণ নিতে পাবেন তা নির্দিষ্ট করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এ বছর একজন হজযাত্রী সর্বোচ্চ ৪৬ কেজি মালামাল নিতে পারবেন। হজযাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ ২টি করে ব্যাগেজে নিতে পারবেন যার এক একটি ২৩ কেজির বেশি হবে না। এছাড়া প্রত্যেকে পাঁচ লিটার জমজমের পানি দেশে আনতে পারবেন। তবে বিমানে সঙ্গে করে এই পানি আনা যাবে না।

ধারালো কোনও বস্তু, যেমন- ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কান পরিষ্কারক, কোনও খাদ্যদ্রব্য, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ এমএল-এর বেশি তরল পদার্থ ব্যাগেজে নেয়া যাবে না। এছাড়া ব্যাগেজ স্যুটকেস বা ট্রলিব্যাগ হতে হবে। গোলাকৃত বা দড়িবাঁধা ব্যাগ বা অনুরুপ কোনও ব্যাগ নেয়া যাবে না।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
‘ঈদ এলে সেই পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে’
রাজধানীর শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন
X
Fresh