• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেমন হবে শিশুর প্রথম স্কুলে যাবার প্রস্তুতি

অনলাইন ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০১৬, ১০:৩৮

শুরু হতে যাচ্ছে নতুন একটি বছর। আর নতুন বছরে আমাদের ছোট্ট সোনাদের জন্যও যোগ হবে নতুন একটি মাত্রা। যারা স্কুলে যেতে শুরু করেছে তারা নতুন জামা, জুতো, মোজা আর নতুন নিয়ে যাবে নতুন শ্রেণিতে। আর যারা এতোদিন যাই যাই করছিল তাদের জন্য নতুন এ বছরটি হয়ে থাকবে জীবনের স্মরণীয় একটি বছর। আধো আধো বুলির সময় শেষ করে এখন তার স্কুলে যাবার সময়।

কিন্তু নতুন স্কুল, নতুন ক্লাস ও পরিবেশের সঙ্গে শিশুরা প্রাথমিক অবস্থায় খুব একটা নিজেকে মানিয়ে নিতে পারে না। আর তাই স্কুলে ভর্তির আগে শিশুটিকে প্রস্তুত করতে হবে স্কুলে যাবার জন্য। বয়স বিবেচনা করে কেবল স্কুলে ভর্তি করিয়ে দিলেই হবে না।শিশুটিকে একটু একটু করে প্রস্তুত করতে হবে ভর্তির আগেই। এ কাজটি করতে হবে অভিভাবককেই। সময় করে সময় দিতে হবে শিশুকে। অভিভাবককেই ভার নিতে হবে শিশুটির স্বপ্ন বুননের। এক নজরে দেখে নিন শিশুর প্রথম স্কুলে যাবার প্রস্তুতি কেমন হতে পারে।

  • আগে থেকেই কোনো একটি স্কুলে মাঝে মধ্যে আনা-নেয়া করে স্কুলের সঙ্গে শিশুকে পরিচিত করতে পারলে খুবই ভালো।
  • প্রাথমিক পড়াশোনাগুলো শিশুকে বাসায়ই কিছুটা শিখিয়ে নিতে হবে।এতে শিশুরা স্কুলে যেতে আগ্রহ বোধ করবে।
  • বয়সকে অনেক অভিভাবকই স্কুলে ভর্তির প্রথম যোগ্যতা ধরে শিশুকে স্কুলে ভর্তি করিয়ে দেন। একবারও ভাবেন না স্কুলে যাবার জন্য শিশুটি শারীরিক ও মানসিকভাবে সমর্থ কিনা। এ ক্ষেত্রে বয়স নয় শিশুর শারীরিক ও মানসিক সামর্থ্যকে বিবেচনায় রাখতে হবে আগে।
  • যে কোনো স্কুল ড্রেস বানিয়ে প্রতিদিন একটা নিয়মে তাকে তা পরিয়ে পড়তে বসালে শিশু একটি নিয়মের মধ্যে চলে আসবে।
  • বর্ণমালা, অক্ষর, বিভিন্ন শব্দ, বিশিষ্ট ব্যক্তিদের নাম, স্থানের নাম শিখিয়ে রাখা যেতে পারে।
  • কোনো স্কুলগামী শিশুকে যদি নতুন শিশুটি প্রতিদিন স্কুলে যেতে দেখে তবে তার মধ্যে আগ্রহ তৈরি হতে পারে। সে বুঝতে পারবে স্কুলে যেতে হলে কী কী লাগে।
  • বড় ভাই বোন থাকলে তাদের সঙ্গে পড়তে বসাতে পারলে পড়ার পরিবেশের সঙ্গে তার বোধ জাগ্রত হবে।
  • বার বার পড়া, স্কুল, টিচার, ব্যাগ, জুতা, মোজা, কলম, খাতা শব্দগুলো উচ্চারণ করলে অনেক সময় শিশুর আগ্রহকে আকৃষ্ট করা যায়।
  • এখন শিশুরা টিভি দেখতে পছন্দ করে, সেলফোনে গেমস খেলতে পছন্দ করে। তাই এ বিষয়ে মোবাইলে স্কুলের অ্যাপস নামিয়ে তাকে স্কুলের সাথে পরিচিত করা যেতে পারে। টিভিতে স্কুল কার্টুনের সিডিও তাকে দেখানো যেতে পারে।

আরকে / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh