• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাপড়ে লাগা বিভিন্ন দাগ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০১৯, ১৭:১৩
সংগৃহীত ছবি

আমাদের কাপড়ে বিভিন্ন সময় বিভিন্ন দাগ লাগে। এই দাগ দূর করতে হিমশিম খান অনেকেই। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে এটা মোটেও কঠিন কিছু হবে না। দেখে নিন কাপড়ে লাগা বিভিন্ন দাগ দূর করবেন যেভাবে-

  • সাদা কাপড়ে কলমের কালির দাগ লাগাটা স্বাভাবিক একটি বিষয়। এ ধরনের দাগ দূর করতে নিচে একটি কাপড় বিছিয়ে নিন। দাগের উপর গ্লাস ক্লিনার স্প্রে করুন এবং কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলুন।
  • কফির দাগ দূর করতে দাগের ওপর ভিনেগার দিয়ে রেখে দিন কিছুক্ষণ। সাধারণভাবে ধুয়ে ফেলুন। দাগ দূর হয়ে যাবে।
  • কাপড় থেকে ঘামের দাগ দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের ওপর ঘষুন। কিছুক্ষণ পর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • সাদা কাপড় থেকে লিপস্টিকের দাগ দূর করতে হেয়ার স্প্রে ছিটিয়ে দিন ওপরে। আরেকটি নরম কাপড় দিয়ে ঘষুন। উঠে যাবে দাগ। এছাড়া নেইল পলিস রিমুভার দিয়েও দাগ ওঠাতে পারেন।
  • কাপড় থেকে সসের দাগ দূর করতে দাগের ওপর বেকিং সোডা ছিটিয়ে দিন। ওপরে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিনেগার ও ব্রাশের সাহায্যে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।

ডি/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেমরায় কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঈদযাত্রার ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ
রমজানে সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ পরামর্শ
প্রবাসী আয়ে কর আরোপের পরামর্শ আইএমএফের
X
Fresh