• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুখের গড়ন বুঝে নাকফুল

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১০:২১

আধুনিক তরুণী থেকে শুরু করে সব বয়সী নারী এখন নাকফুল ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছে। কিন্তু আগেকার দিনে নারীরা বিবাহিত না অবিবাহিত বোঝা যেত নাকফুল দেখে। এখন সব বয়সী নারীর নাকেই শোভা পায় নাকফুল। অনেকে আবার পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নাকফুল পরেন। আগে শুধু সোনা বা রূপার নাকফুল পরা হলেও বর্তমানে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে মেয়েরা হীরার ছোট্ট একটি পাথরের নাকফুল বেছে নিচ্ছেন।

বাজারে রেডিমেড নাকফুল পাওয়া যায় অথবা অর্ডার দিয়ে পছন্দের ডিজাইনের নাকফুল বানিয়েও নেয়া যায়।

বিভিন্ন ধরনের নাকফুল

নাকফুলের আকারের ওপর ভিত্তি করে বিভিন্ন নাকফুল বাজারে পাওয়া যায়। ‘ইউ’ ব্যান্ড, দি লুপ, দি পিন, একাধিক পাথর সহ নাকফুল, দি ক্লাসিক, দি ফ্লাওয়ার প্রভৃতি। এই নাকফুলগুলো আবার ভিন্ন হয় পোস্টের ভিত্তিতে। পোস্ট বলতে বোঝানো হয়, যেটা নাকের ভেতর গেঁথে দেয়া। এই পোস্ট হতে পারে পিন জাতীয়, এল শেপ কিংবা কিংবা স্ক্রু।

পিন নাকফুল পরা সবচেয়ে সহজ। অপরদিকে এল শেপ নাকফুল একটি স্ট্যান্ডের ওপর ভিত্তি করে বানানো হয়, যেটা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে যায়। তবে নিয়মিত যারা নাকফুল বদলান, তাদের জন্য এল শেপ উপযুক্ত। স্ক্রু পোস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নাকফুল ঢুকানো হয়, এতে নাকফুল পড়ে যাবার একদমই সম্ভাবনা থাকে না। তাই দামি নাকফুল গুলোতে স্ক্রু জাতীয় পোস্ট ব্যবহৃত হয়।

এছাড়াও নথ হচ্ছে নাকফুলের মধ্যে সবচেয়ে পুরানো। একটু ভারী এবং বড় হয়। আগেকার দিনে বিয়েতে ভারী নোলকেরও প্রচলন ছিল।

যেমন নাকফুল পরবেন

যাদের নাক ছোট আর খুব বেশি খাড়া নয়, তারা ছোট্ট এক পাথরের নাকফুল পরলে ভালো দেখাবে।

আর যাদের নাক বড়, চোখা তাদের নাকে বড় নাকফুল বেশ মানিয়ে যায়। তবে চাইলে ছোট নাকফুলও পরতে পারেন।

সব সময় পরতে চাইলে ছোট এক পাথরের নাকফুল ব্যবহার করতে পারেন।

আর কোনো উৎসবে পোশাকের সঙ্গে মিলিয়ে বড় নাকফুল পরতে পারেন।

যারা ব্যথার ভয়ে নাক ফোঁড়াতে চান না, তারা ইচ্ছা করলে টিপ নাকফুল পরতে পারেন।

সেক্ষেত্রে দামি নাকফুল পরলে সচেতন থাকতে হবে যেন হারিয়ে না যায়।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh