• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পোশাক থেকে ঘামের দাগ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০১৯, ১৭:১৮
সংগৃহীত ছবি

প্রচণ্ড গরমে ঘামেন না এমন মানুষ কমই আছে। তবে কেউ কেউ একটু বেশিই ঘামেন। তাদের পোশাকে অনেক সময় ঘামের দাগ লেগে যায় যা পোশাকের সৌন্দর্য নষ্ট করে। দেখে নিন কিভাবে এই দাগ দূর করবেন-

ভিনেগার

দাগের অংশ ভিনেগার দিয়ে ভেজান। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন। এটি কাজ করবে রঙিন কাপড়ে। সাদা কাপড়ে ভিনেগার লাগাবেন না, হলদে হয়ে যাবে কাপড়।

লেবুর রস

ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন।

লবণ

কাপড়ে লাগা ঘামের পুরনো দাগ দূর করতে পারেন এই পদ্ধতিতে। সাদা ও রঙিন- দুই ধরনের কাপড়েই কার্যকর এই পদ্ধতিটি। দাগের অংশ পানিতে ভিজিয়ে লবণ ছিটিয়ে দিন। সারারাত এভাবেই রাখুন। পরদিন পানি দিয়ে ভিজিয়ে আরও খানিকটা লবণ দিন। হালকা হাতে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, পানি স্প্রের পরামর্শ 
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
X
Fresh