• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইসক্রিম পিৎজা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০১৯, ১৫:২১
সংগৃহীত ছবি

প্রচণ্ড গরমে রোজা রাখতে হচ্ছে। এজন্য ইফতারে ঠাণ্ডা কিছু রাখলে শরীরকে তা বাড়তি প্রশান্তি দেয়। ইফতারে ঠাণ্ডা শরবত, পানি এবং অন্যান্য আইটেমের পাশাপাশি রাখতে পারেন আইসক্রিম পিৎজা।

দেখে নিন আইসক্রিম পিৎজা কীভাবে তৈরি করবেন। আরটিভি অনলাইন পাঠকদের জন্য রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী নাবিলা হোসেন।

উপকরণ

ভেনিলা/অন্য ফ্লেভার আইসক্রিম ১ হাজার মিলি, মিক্সড ফ্রুট জেলি/ স্ট্রবেরি জেলি ১/২ কাপ, হোয়াইট চকলেট ১/২কাপ, জেমস ১/৩ কাপ, চকলেট চিপস ১/৪ কাপ, কাজু বাদাম ২ টেবিল চামচ, জেলি চকলেট ৪-৫টি।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পিৎজা মোল্ড অথবা গোল অথবা গোল চেপ্টা বাটিতে বেকিং পেপার বা ফয়েল পেপার বসাতে হবে। এর উপর ভেনিলা আইসক্রিম দিয়ে স্পেটুলা দিয়ে সমান করে ফ্রিজে ১০ মিনিট রাখতে হবে।

দশ মিনিট হয়ে গেলে এটার উপর জেলি দিয়ে আবার স্পেটুলা দিয়ে সমান করে দিতে হবে। তার উপর গ্রেটার দিয়ে হোয়াইট চকলেট দিতে হবে। সবশেষে পুরোটার ওপর টপিং এর জন্য জেমস্, চকলেট চিপস, জেলি চকলেট, কাজু বাদাম দিয়ে পরিবেশন করতে হবে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে প্রশান্তি দেবে আম-পাবদার ঝোল
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
আ.লীগের একমাত্র ভয়ের কারণ বিএনপি : রিজভী
X
Fresh