• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাসায় আগুন লাগলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০১৯, ১০:১২

সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় আগুন লাগার ঘটনায় অনেকের মনেই আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় সবাই আগের চেয়ে কিছুটা সতর্ক হওয়ার চেষ্টা করছেন। সতর্ক থাকার মাধ্যমেই নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এজন্য এই বিষয়গুলোও দেখে রাখুন, জরুরি অবস্থায় কাজে লাগতে পারে-

  • আগুন লেগেছে-এমনটি জানার পরও আমরা মূল্যবান কোনও কিছু নিয়ে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু সবসময় মনে রাখবেন- আগুন লাগার পর কোনও মূল্যবান জিনিস সংগ্রহের চেষ্টা করবেন না, তা যত মূল্যবান হোক না কেন। আপনি ও আপনার পরিবারের সদস্যদের জীবনই এসময় সবচেয়ে বেশি মূল্যবান।
  • কোনও অবস্থাতেই আতঙ্কিত হবেন না। পরিস্থিতি যতটা শান্ত রাখা যায় বিপদ মুক্তির সম্ভাবনা তত বেশি। নিজে শান্ত থাকার পাশাপাশি অন্যদের শান্ত রাখার চেষ্টা করুন।
  • গায়ে আগুন লেগে গেলে কোনও অবস্থায় দৌড়াবেন না। থামুন, মেঝেতে গড়াগড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে যান। সামনে পানি থাকলেও দৌড়াবেন না। মনে রাখবেন, দৌড়ালে আগুনের মাত্রা বেড়ে যাবে এবং এতে আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
  • নাক কাপড় দিয়ে ঢাকুন, হাতের কাছে পানি থাকলে কাপড় ভিজিয়ে নিন।
  • সিঁড়িঘরে গেলে যদি ধোঁয়া দেখতে পান তাহলে কখনও ওপরে উঠবেন না। ছাদে যাওয়ার চেষ্টা করবেন না। ধোঁয়া বাতাসের থেকে হালকা তাই ওপরের দিকে ওঠে।
  • ধোঁয়ায় আচ্ছন্ন পথ পরিহার করুন। যদি বাধ্য হন ধোঁয়ার মধ্য দিয়েই যেতে তবে মনে রাখবেন, যত নিচে যাবেন তত ধোঁয়া এড়িয়ে যেতে পারবেন।
  • রুম বা পথ ধোঁয়ায় ভরে গেলে হেঁটে বের হওয়ার চেষ্টা করবেন না। উপুড় হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হতে চেষ্টা করুন। ধোঁয়ায় কিছু দেখা না গেলে ও একাধিক সদস্য থাকলে একজনের পেছনে আরেকজন হামাগুড়ি দেবেন একে অন্যের কাপড় বা পা ধরে।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঈদযাত্রার ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ
রমজানে সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ পরামর্শ
প্রবাসী আয়ে কর আরোপের পরামর্শ আইএমএফের
ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিলেন অভিনেত্রী
X
Fresh