logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

আগুন নেভাতে যা করবেন, ফায়ার সার্ভিসের পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ মার্চ ২০১৯, ১৫:৪৮
আমাদের আশেপাশে প্রায়ই আগুন লাগতে শোনা যায়। গত কয়েকদিনে ঢাকায় বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা তো প্রতিনিয়ত ঘটছেই। তাই আগুন নেভাতে প্রাথমিকভাবে আমাদের কী করণীয় তা জানতে হবে।

bestelectronics
এতে নিজেকে বাঁচানোর পাশাপাশি অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব। চলুন দেখে নেয়া যাক আগুন নেভাতে ফায়ার সার্ভিস কী পরামর্শ দিয়েছে-

  • দেরি না করে নিকটস্থ ফায়ার স্টেশনে সংবাদ দিন অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০২-৯৫৫৫৫৫৫/০১৭৩০৩৩৬৬৯৯) জানান।
  • শুরুতেই আগুন নেভানোর চেষ্টা করুন
  • বহনযোগ্য অগ্নিনির্বাপনী যন্ত্র ব্যবহার করুন
  • বৈদ্যুতিক লাইনে বা যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড বা ড্রাইকেমিক্যাল পাউডার এক্সটিংগুইসার ব্যবহার করুন। এগুলা না থাকলে শুকনো বালি ব্যবহার করুন।
  • তেল জাতীয় পদার্থের আগুনে পানি ব্যবহার বিপজ্জনক। এক্ষেত্রে বহনযোগ্য ফোমটাইপ ফায়ার এক্সটিংগুইসার বা শুকনো বালি বা ভেজা মোটা কাপড় কিংবা চটের বস্তা দ্বারা চাপা দিন।
  • গায়ে বা পড়নের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন।
ডি/

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়