• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কাপড়ে হলুদ বা চায়ের দাগ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪

যে কোনও কাপড় থেকেই চা বা হলুদের দাগ তোলা কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে সাদা কাপড় হলে আরও বেশি করে এই সমস্যার সম্মুখীন হই আমরা।

জামাকাপড়ের এমন দাগ তোলার জন্য অনেক সময়ই শুধু সাবান ও ডিটারজেন্টের ওপর ভরসা করা যায় না। এজন্য আস্থা রাখতে হয় কিছু ঘরোয়া কৌশলের ওপর। দেখে নিন পোশাকে হলুদ বা চায়ের দাগ লাগলে কী করবেন-

লেবু-লবণ

দাগ লাগা অংশে পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর তাতে লবণ মাখিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। সহজে দাগ উঠবে। পানিতে লেবুর রস মিশিয়ে সেই পানি গরম করুন। গরম করার সময় আরও কয়েক কুচি লেবু এটাতে যোগ করে নিন। এবার সেই পানি পোশাক কাচার পানির সঙ্গে মিশিয়ে দিন। এতে পোশাকে লেগে থাকা দাগ উঠে যাবে।

ভিনেগার

আধ কাপ পানিতে কিছুটা ভিনেগার মেশান। এবার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনেগারের এসিডের দাগ শোষণ করার ক্ষমতা অনেক বেশি। এরপর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক।

বেকিং সোডা

তিন টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা অঞ্চলে। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভালো করে কেচে নিন।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ২ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ
পোশাককর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া-চিকিৎসা ফ্রি
রোজার শুরুতে লেবু-শসার দামে আগুন, ক্ষুব্ধ ক্রেতা
শ্রীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
X
Fresh