• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

থাই স্যুপ বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪২

থাই স্যুপ খেতে ইচ্ছা করছে। কিন্তু জানেন না কিভাবে বানাতে হয়। সমস্যা নেই, দেখে নিন থাই স্যুপ বানানোর পদ্ধতি আর নিজেই ঘরে বানান সহজে।

উপকরণ

মুরগির বুকের মাংস ১ কাপ (কুচি), আদা ৪ টুকরা, কাঁচামরিচ পরিমাণমতো, ডিম ২টি, লবণ পরিমাণমতো, চিকেন স্টক ৬ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, চিংড়ি আধাকাপ, চিনি দেড় টেবিল চামচ, কেচাপ ৩ টেবিল চামচ, সাদা ভিনেগার ১ টেবিল চামচ, সুইট চিনি সস ২ টেবিল চামচ, লেমনগ্রাস কয়েক স্টিক।

প্রণালি

শুরুতেই মুরগির বুকের মাংস সামান্য আদা ও রসুন দিয়ে সেদ্ধ করে নিন। হাঁড়িতে চিকেন স্টক দিন। এর মধ্যে সেদ্ধ করা মুরগির মাংস, আদা, কাঁচামরিচ ও চিংড়ি দিয়ে দিন। ডিম দুটো ফেটিয়ে দিন। কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলে দিয়ে দিন। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। লেমনগ্রাস দিয়ে দিন।

সব ভালো করে মেশানোর পর হাঁড় চুলায় দিয়ে দিন। মিশ্রণটি গরম হয়ে এলে কেচাপ ও সুইট চিলি সস দিয়ে দিন। এবার খুন্তি দিয়ে নাড়ুন। পরিমাণমতো লবণ ও চিনি দিন। ৫ থেকে ৭ মিনিট পর মিশ্রণটি ঘন হয়ে আসবে। চিংড়িও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা নেই, তাই ঈদের দিনের সব রান্না আমিই করি’
ঈদের সকালে সুস্বাদু জর্দার ২ রেসিপি
রান্নাঘরের আগুনে পুড়ল ১০ বসতঘর
ঈদের সকালে রাঁধুন সেমাইয়ের মালাই ক্ষীর
X
Fresh