• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্ট হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩০

বিদ্যুৎ আমাদের জীবন অনেক সহজ ও আরামদায়ক করেছে। পাশাপাশি এতে রয়েছে কিছু ঝুঁকিও। এজন্য বিদ্যুৎ সংযোগ থাকা জিনিসগুলো সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে এ সংক্রান্ত দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।

মাঝেমধ্যেই আমরা শুনতে পাই, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা। অথচ একটু সতর্কতাই এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর প্রাথমিক করণীয়গুলো জানলে অনেক ক্ষেত্রে জীবন রক্ষা করা সম্ভব। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিকভাবে যা করবেন-

  • বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচাতে হবে ঠিকই, তবে এজন্য তাকে স্পর্শ করা যাবে না। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে এটা নিশ্চিত হওয়ার আগে কখনোই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করবেন না।
  • কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্রুত ওই লাইনের সুইচ বন্ধ করতে হবে। এরপরই কেবল আপনি তাকে স্পর্শ করতে পারবেন।
  • উলের কাপড়, শুকনো কাঠ অথবা রাবার দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আক্রান্ত অবস্থা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে আনতে হবে।
  • আক্রান্ত ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে গেলে কৃত্রিম শ্বাস দিতে হবে।
  • শ্বাস স্বাভাবিক রাখতে বুকের ওপর জোরে চাপ দিতে হবে।
  • রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
  • বৈদ্যুতিক কাজ করার সময় অবশ্যই মেইন সুইচ বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক কাজ করার সময় মেইন সুইচের পাশে কাউকে রাখতে হবে যেন কেউ ভুলেও সুইচ না দেয়।
  • বৈদ্যুতিক কাজের সময় রাবারের জুতা পরতে হবে।
  • বিদ্যুৎ সংযোগ আছে এমন সবকিছু শিশুদের নাগালের বাইরে রাখুন।
  • বছরে অন্তত একবার বাড়ির বৈদ্যুতিক লাইন ও সব বৈদ্যুতিক পণ্য পরীক্ষা করে দেখতে হবে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
X
Fresh