• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে তৈরি করবেন লাচ্ছা সেমাইয়ের কেক

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪

ছুটির দিনে বাসায় কাউকে দাওয়াত করেছেন। তাকে চমকে দিতে পারেন লাচ্ছা সেমাইয়ের কেক দিয়ে। খুব অল্প সময়েই এটা তৈরি করা যায়। দেখুন কিভাবে তৈরি করবেন লাচ্ছা সেমাইয়ের কেক-

উপকরণ

লাচ্ছা সেমাই-১ প্যাকেট, ডিম ২টি, আইসিং সুগার-১ কাপ, বাদাম কুচি-২ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, ঘি-২ টেবিল চামচ, তেল– আধা কাপ।

প্রণালি

প্রথমে একটি বোলে ডিম, ঘি, তেল ও চিনি ভালোমতো বিট করে নিতে হবে। এরপর লাচ্ছা সেমাই ভেঙে এই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। ওভেন ট্রেতে দিয়ে উপরে বাদাম ও কিসমিস দিতে হবে।

এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট ইলেক্ট্রিক ওভেনে বেক করবেন। খেয়াল রাখবেন ইলেক্ট্রিক ওভেনের ওপরের রড যেন বেশিক্ষণ না জ্বলে। এতে কেক পুড়ে যেতে পারে। ২০ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের সকালে সুস্বাদু জর্দার ২ রেসিপি
ঈদের সকালে রাঁধুন সেমাইয়ের মালাই ক্ষীর
কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ
সোনায় মোড়ানো কেক কেটে সমালোচনার মুখে উর্বশী!
X
Fresh