কানে পানি ঢুকলে কী করবেন?
লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
| ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫০ | আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:০৯

- চুইংগাম চিবান, এতে কানে চাপ পড়ে পানি বের হয়ে যাবে
- লম্বা করে শ্বাস নিন। দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কয়েকবার এভাবে করলে কান থেকে পানি বেরিয়ে আসবে
- যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। এভাবেও পানি বের হবে
- ১০-১২ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার একদম লো’তে সেট করে কানের দিকে তাপ দিতে পারেন
- আঙুল বা অন্য কিছু কানের ভেতরে দেয়া যাবে না
- কাত হয়ে শুয়ে থাকলেও কানের পানি বের হয়ে যায়।