• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কানে পানি ঢুকলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫০

গোসলের সময় হঠাৎ করে কানে পানি ঢুকতে পারে। এতে একদিকে যেমন অস্বস্তি লাগে তেমনি অন্যদিকে ব্যথাও হতে পারে। এছাড়া কানে পানি ঢুকে ইনফেকশন হওয়ার ঘটনাও ঘটে প্রায়ই।

এজন্য কানে পানি ঢুকলে যতদ্রুত সম্ভব তা বের করার চেষ্টা করতে হবে। দেখুন কীভাবে এটা করবেন-

  • চুইংগাম চিবান, এতে কানে চাপ পড়ে পানি বের হয়ে যাবে
  • লম্বা করে শ্বাস নিন। দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কয়েকবার এভাবে করলে কান থেকে পানি বেরিয়ে আসবে
  • যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। এভাবেও পানি বের হবে
  • ১০-১২ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার একদম লো’তে সেট করে কানের দিকে তাপ দিতে পারেন
  • আঙুল বা অন্য কিছু কানের ভেতরে দেয়া যাবে না
  • কাত হয়ে শুয়ে থাকলেও কানের পানি বের হয়ে যায়।

এসব করেও যদি কানের ভেতরে পানি থেকে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস, ভাই-বোন আটক
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
X
Fresh