• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যানবাহন চালকদের প্রতি গুরুত্বপূর্ণ কয়েকটি ট্র্যাফিক নির্দেশনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০১৯, ২২:৫৫

ঢাকাসহ সারাদেশে যেভাবে মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র বার্ষিক (২০১৯) প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে দেশে মোট পাঁচ হাজার ৫১৪ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় মারা গেছেন সাত হাজার ২২১ জন। মূলত ট্র্যাফিক আইন মেনে না চলা বা নিয়মের তোয়াক্কা না করে গাড়ী চালানোর প্রবণতাই এসব দুর্ঘটনার কারণ।

তাই এসব দুর্ঘটনা রোধে প্রয়োজন ট্র্যাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতনতা অবলম্বন করা।

নিম্নে যানবাহন চালকদের প্রতি ট্র্যাফিক নির্দেশনা দেয়া হল-

যা করবেন না-

১। উপযুক্ত কতৃপক্ষের দেয়া রেজিস্ট্রেশন ও পারমিট ছাড়া জনসাধারণের রাস্তায় যানবাহন নিয়ে বের হবেন না।

২। ড্রাইভিং লাইসেন্স ছাড়া জনসাধারণের রাস্তায় কেউ কোন প্রকার যানবাহন চালাবেন না।

৩। অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে গাড়ী চালাবেন না।

৪। কোন প্রকার মাদক বা নেশা দ্রব্য গ্রহণ করে গাড়ী চালাবেন না।

৫। মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করে যানবাহন চালাবেন না।

৬। প্রয়োজন ছাড়া গাড়ীর হর্ন বাজাবেন না।

৭। গাড়ী চালানোর সময় যাত্রীদের সাথে কোন কথা বলবেন না।

৮। বিপজ্জনকভাবে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন চালাবেন না।

৯। শিশুদের কোলে নিয়ে স্কুটার, বাইক চালাবেন না।

১০। প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে গাড়ী চালাবেন না।

১১। স্টিয়ারিং এ বসে মোবাইল ফোনে কথা বলবেন না।

১২। পর্যাপ্ত জায়গা না থাকলে, রাস্তায় মোড় নেওয়ার সময় ওভারটেকিং করবেন না।

যা করবেন-

১। গাড়ী নিয়ে বের হওয়ার আগে ব্রেক, গীয়ার, যন্ত্রাংশ এবং টায়ার পরীক্ষা করে নিন।

২। গাড়ীর গতিসীমা নিয়ন্ত্রণে রাখুন।

৩। সামনের গাড়ীর সাথে আপনার গাড়ীর নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

৪। স্কুটার, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন।

৫। নিরাপদ ও নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং করুন।

৬। স্কুল কলেজের সামনে গাড়ীর গতি একদম কম রাখুন। ছাত্রছাত্রীদের পারাপার হতে গুরুত্বের সঙ্গে সুযোগ দিন।

৭। স্কুল বাসের ছাত্রছাত্রীদের যাতে জানালার বাইরে হাত না রাখে তা খেয়াল রাখুন।

৮। ট্র্যাফিক সিগন্যাল মেনে স্টপ লাইনে সারিবদ্ধভাবে অপেক্ষা করুন। কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছ থেকে পাসিং সিগন্যাল পাওয়ার পরই অগ্রসর হবেন।

৯। যানবাহন চালকগণ রিয়ার ভিউ গ্লাসের সাহায্যে পেছনের যানবাহনের প্রতি লক্ষ্য রাখুন।

১০। যেখানে ট্র্যাফিক পোষ্ট নেই, সেখানে রোড ক্রসিং মোড় নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
‘ভাড়া ৩ পয়সা কমানো যাত্রী সাধারণের সঙ্গে তামাশার শামিল’  
বাস ভাড়া কমানোর দাবি
ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৫৫ প্রাণ
X
Fresh