• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুটি মাঝারি পিৎজার চেয়ে একটি বড় পিৎজা বেশি লাভজনক?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০১৯, ১৯:১২

খাবারের ক্ষেত্রে মনে করা হয়, যেকোনো বড় আকৃতির একটি আইটেমের চেয়ে দুটি মাঝারি বা ছোট আইটেম অনেক ভালো। এতে পরিমাণে বেশি পাওয়া যায়। কিন্তু এই হিসাব পাল্টে যায় পিৎজার ক্ষেত্রে।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মেট্রো-এর প্রতিবেদনে বলা হয়, পিৎজার ক্ষেত্রে দুটি মাঝারি আকারের পিৎজার চেয়ে বড় আকারের একটি পিৎজাই বেশি লাভজনক। একটি বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

৭ জানুয়ারি ‘ফারম্যাট’স লাইব্রেরি’ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে দুটি পিৎজার ছবিসহ একটি হিসাব পোস্ট করা হয়। এই হিসাবে দেখানো হয়, গণিত অনুসারে দুটি মাঝারি আকারের পিৎজা কেনার চেয়ে একটি বড় আকারের পিৎজা কেনা বেশি লাভজনক।

ফারম্যাট’স লাইব্রেরি তাদের হিসাবে দেখিয়েছে, একটি ১৮ ইঞ্চি ব্যাসের পিৎজায় যে পরিমাণ পিৎজা থাকে তা দুটি ১২ ইঞ্চির পিৎজার চেয়ে বেশি। অর্থাৎ বড়টি কেনা বেশি লাভজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাখ্যা পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে পড়ে। অবশ্য অনেকেই তাদের এই ব্যাখ্যা নাকচ করে বিপরীত মন্তব্য করেছেন।

আরো পড়ুন:

ডি/এম

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরমুজের সঙ্গে বা পরে খাবেন না যেসব খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ খাবার
জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন, যে ৫ খাবারেই দ্রুত কমবে যন্ত্রণা
যে ৬ খাবারেই কমবে কোলেস্টেরল থেকে ডায়াবেটিস
X
Fresh