• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খাবার তালিকায় অবশ্যই রাখুন কাঁচামরিচ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২

কাঁচামরিচ সবসময় হাতের কাছে পাওয়া গেলেও অনেকেই খেতে পছন্দ করেন না। কিন্তু এর আছে অনেক গুণ। ইয়াওমিং ইউনিভার্সিটির গবেষকদের মতে, মেদবহুল মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে ক্যাপসিসিন খুবই কার্যকর হতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কাঁচামরিচ থাকলে আপনি সহজেই বেশ কিছু শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন।

১। কাঁচামরিচে আছে ভিটামিন-এ। এই ভিটামিন হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।

২। কাঁচামরিচ ছেলেদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়।

৩। প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায় কাঁচামরিচ থেকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাড়ি ও চুলের সুরক্ষা দেয় এই ভিটামিন।

৪। কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে।

৫। প্রতিদিনের খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।

৬। মস্তিষ্কে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায় নিয়মিত কাঁচামরিচ খেলে।

৭। এটি খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।

৮। ক্যালোরি বার্ন করে অতিরিক্ত মেদ কমায়।

৯। রক্তের কোলেস্টেরল কমায়।

১০। কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাস্ক্যুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে।

১১। আমাদের মস্তিষ্কে এনড্রোফিন নামক হরমোনের নিঃসরণ ঘটে কাঁচামরিচ খেলে, যা আমাদের মনকে চনমনে আর সতেজ রাখে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাকশিল্প : ১৪ বছরে নতুন বাজারে ১০ গুণ রপ্তানি বেড়েছে
কাঁচামরিচের কেজি ২৮ টাকা
মহাকাশে ডিনার করতে গুণতে হবে যত টাকা
আমদানির চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খেজুর
X
Fresh