• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শীতের আগাম প্রস্তুতি

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৬

শীত অনেক কাছে চলে এসেছে। রাতে ও রাতের শেষে শীতের আমেজটা বেশ ভালো করেই টের পাওয়া যাচ্ছে। তাই আসছে শীতের জন্য চাই আগাম প্রস্তুতি। আগাম শীতের জন্য ত্বকের যত্নের সাথে সাথে গরম কাপড়েরও প্রস্তুতি দরকার।

গরম কাপড়ের প্রস্তুতি

  • কয়েক বছর ধরে ব্যবহার করা লিনেন বা উলের সোয়েটার, চামড়ার জ্যাকেট, মাফলার, কানটুপি, লেপ, কম্বল বা চাদর গুলোর যতড়ব নেওয়া শুরু করুন এখন থেকেই। আর এজন্য এগুলো পুনরায় ব্যাবহার উপযোগী করতে এগুলোকে রোদে শুকিয়ে নিন।
  • অনেকদিন ফেলে রাখার কারণে গরম কাপড় গুলো পোকা-মাকড় কেটে ফেলতে পারে। এজন্য ওই জায়গাগুলো রিপু করে নিলে তা পুনরায় ব্যাবহারের উপযোগী হয়ে উঠবে।
  • ব্লেজার, কোট, জ্যাকেট ভালো করে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে, রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন।
  • শীতের সময় ঘরের মেঝে যেহেতু ঠান্ডা থাকে, তাই শীত আসার আগেই শতরঞ্জি কিংবা ফ্লোরম্যাট বিছিয়ে নিন।
  • অবশ্যই সব সময় আলমারির ভেতর ন্যাপথলিন দিয়ে রাখবেন।
  • যেসব ঘরে কাচের জানালা আছে, শীতের সময় তাতে অবশ্যই ভারী পর্দা ব্যবহার করতে হবে। যদি জানালার কোনো শার্সি কিংবা কাচ ভেঙে বা নষ্ট হয়ে যায়, তবে দ্রুত সারিয়ে নিতে হবে।
  • এছাড়া যদি শীতের কোন পোশাক কেনার দরকার হয় তাহলে আগেই নিজের রুচি ও সামর্থ্য অনুযায়ী কিনে রাখুন।

সবশেষে একটি কথা, সবসময় গরম কাপড় ও ত্বকের এ দুইটি ব্যাপারেই সচেতন থাকুন। যে পোশাক পরতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেটাই পরুন। ত্বকের সাথে মানানসই প্রসাধনী ব্যাবহার করুন।

আরও পড়ুন :

জেএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ মাসে সুদ পরিশোধ ১০০ কোটি ডলারের বেশি
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
পাগলা মসজিদে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকার সঙ্গে মিলল আরও যা যা
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
X
Fresh