• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বড় পেট হৃদরোগের ঝুঁকি বাড়ায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৮, ২৩:০১

আপনি খুব বেশি মোটা না হলেও বড় পেট আপনার মৃত্যুর কারণ হতে পারে। কারণ হৃদরোগের ঝুঁকি বাড়ায় বড় পেট। সম্প্রতি এক গবেষণা থেকে এমন তথ্যই উঠে এসেছে।

বডি ম্যাস ইনডেক্স নামের এই গবেষণা বলছে, যারা মোটা কিন্তু পেট ছোট তাদের চেয়ে চিকন কিন্তু পেট ওয়ালাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

এই গবেষণা পরিচালনাকারী চিকিৎসক হোসে মেদিনা ইনোজোসা বলেন, আমরা সাধারণভাবে মনে করি, যারা বেশি মোটা তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মেদযুক্ত পেটের ওপর আমরা গুরুত্ব দিই না। কিন্তু প্রকৃত বিষয় হলো, মেদযুক্ত পেটওয়ালাদেরই এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

ওয়েব এমডি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৭০০ মানুষকে নিয়ে এই গবেষণা পরিচালিত হয়। ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ৪৫ বছর এবং তার চেয়ে বেশি বয়সীদের কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয়। আর সেখান থেকেই এ ধরনের তথ্য পাওয়া যায়।

এই ঝুঁকি এড়াতে গবেষণায় পেটের মেদ কমানোর পরামর্শ দেয়া হয়েছে। এজন্য নিয়মিত ব্যায়াম করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বিকেএসপির খেলোয়াড়দের স্বাস্থ্যবীমা দেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh