• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মশাকে বন্ধ্যা করার পদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৮, ২১:০৮

মশা বেশ কয়েকটি মারাত্মক রোগের জন্য দায়ী। এর মধ্যে জিকা ভাইরাস, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি অন্যতম। বাংলাদেশে অবশ্য ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ বেশি। এবার তো ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অন্য যেকোনও বারের চেয়ে বেশি।

মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ভয়ে আতঙ্কে থাকেন সবাই। তবে এই আতঙ্ক হয়তো বেশিদিন থাকবে না। কেননা, বিজ্ঞানীরা নতুন এক ধরনের পদ্ধতি উদ্ভাবন করেছেন যার সাহায্যে মশার ডিম পাড়া বন্ধ করে দেয়া যাবে। ফলে কমবে মশার উৎপাত।

সিএনএনের বরাত দিয়ে ভার্জিনিয়াভিত্তিক সংবাদমাধ্যম ব্লুফিল্ড ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা মশার জিন পরিবর্তনের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যার সাহায্যে মশাকে বন্ধ্যা করে দেয়া যাবে। এতে মশা ডিম পাড়বে না। ফলে নতুন করে মশা জন্মাবেও না।

জানা গেছে, একটি মশা পুরুষ নাকি নারী হবে তা নির্ধারণ করে ‘ডাবলসেক্স জিন’। আর এই জিন পরিবর্তন করলে পুরুষ মশা স্বাভাবিক থাকলেও নারী মশা হারাবে ডিম পারার ক্ষমতা। চাইলেও তারা ডিম পাড়তে পারবে না।

সম্প্রতি এ সম্পর্কিত একটি গবেষণা জার্নাল নেচার বায়োটেকনোলজিতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয় গবেষণাগারে বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এতে মশার উৎপাদন কমাতে শতভাগ সফলতা পাওয়া গেছে।

আরও পড়ুন :

ডি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
X
Fresh