• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘরে টিকটিকির উপদ্রব ঠেকাতে...

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৮, ১৮:২৩

টিকটিকি প্রায় সবার বাড়িতেই দেখা যায়। কারও বাড়িতে কম আবার কারও বাড়িতে বেশি। অনেকে অবশ্য এই প্রাণিকে হুমকি মনে করেন না। তবে সত্যি হলো টিকটিকি খুবই বিষাক্ত। বিশেষ করে এই প্রাণির ত্বক ও বর্জ্য শরীরের জন্য খুবই ক্ষতিকর।

টিকটিকি শরীরের ওপর পড়লে নানা ধরনের সংক্রামক রোগ হতে পারে। এজন্য বাড়িকে টিকটিকি মুক্ত করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যেসব বাড়িতে শিশু রয়েছে তাদের এ বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

অবশ্য অনেকে সতর্ক হয়ে এই প্রাণি দূর করার চেষ্টা করেন। এজন্য বাজার থেকে কিনে আনেন বিভিন্ন ধরনের ওষুধ বা স্প্রে। তবে এগুলো ছাড়া প্রাকৃতিকভাবেও আপনার বাসাকে টিকটিকিমুক্ত করতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করতে পারেন-

ডিমের খোসা
টিকটিকির উৎপাত কমাতে নির্দিষ্ট কয়েকটি জায়গায় ডিমের খোসা ছড়িয়ে রাখুন। এই গন্ধে অল্প সময়েই টিকটিকি মুক্ত হবে জায়গাটি।

রসুন
টিকটিকির উৎপাত কমাতে রসুন খুবই কার্যকরী। জানালার পাশে বা ভেন্টিলেটরে রসুনের কোয়া রেখে দিন। এর গন্ধে বাড়ি টিকটিকি মুক্ত হবে সহজেই।

পেঁয়াজ
পেঁয়াজের মধ্যে থাকা সালফারের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই টিকটিকির চলাচলের পথে বা জানালার কোণে কয়েক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিলে প্রাণিটি পালাবে।

শুকনো মরিচ
গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ার গন্ধ টিকটিকির মস্তিষ্ক অবশ করে দেয়। শরীরের অস্বস্তি এড়াতে এই গন্ধ থেকে দূরে থাকতে চায় প্রাণিটি। এজন্য শুকনো মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে যেসব জায়গায় টিকটিকি বেশি সেখানে স্প্রে করুন। এতে প্রাণিটির উপদ্রব কমে যাবে। তবে বাসায় শিশু থাকলে এই পদ্ধতি অবলম্বনের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনওভাবেই যেন শিশুরা এতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আগে নিশ্চিত করুন।

আরও পড়ুন :

ডি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরিয়ানিতে মরা টিকটিকি, ৩৫ হাজার টাকা জরিমানা  
X
Fresh