• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঘরে টিকটিকির উপদ্রব ঠেকাতে...

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৮, ১৮:২৩

টিকটিকি প্রায় সবার বাড়িতেই দেখা যায়। কারও বাড়িতে কম আবার কারও বাড়িতে বেশি। অনেকে অবশ্য এই প্রাণিকে হুমকি মনে করেন না। তবে সত্যি হলো টিকটিকি খুবই বিষাক্ত। বিশেষ করে এই প্রাণির ত্বক ও বর্জ্য শরীরের জন্য খুবই ক্ষতিকর।

টিকটিকি শরীরের ওপর পড়লে নানা ধরনের সংক্রামক রোগ হতে পারে। এজন্য বাড়িকে টিকটিকি মুক্ত করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যেসব বাড়িতে শিশু রয়েছে তাদের এ বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

অবশ্য অনেকে সতর্ক হয়ে এই প্রাণি দূর করার চেষ্টা করেন। এজন্য বাজার থেকে কিনে আনেন বিভিন্ন ধরনের ওষুধ বা স্প্রে। তবে এগুলো ছাড়া প্রাকৃতিকভাবেও আপনার বাসাকে টিকটিকিমুক্ত করতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করতে পারেন-

ডিমের খোসা
টিকটিকির উৎপাত কমাতে নির্দিষ্ট কয়েকটি জায়গায় ডিমের খোসা ছড়িয়ে রাখুন। এই গন্ধে অল্প সময়েই টিকটিকি মুক্ত হবে জায়গাটি।