• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্মার্টফোন অ্যাপ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে গাড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৮, ২৩:১৬

স্মার্টফোন অ্যাপ দিয়েই গাড়ি নিয়ন্ত্রণের ফিচার নিয়ে এলো টেসলা। এলোন মাস্কের এই প্রতিষ্ঠান আগামী দেড় মাসের মধ্যে এই প্রযুক্তি নিয়ে হাজির হবে।

টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, টেসলার নতুন এই প্রযুক্তি বা ফিচারের নাম ‘সমন’। এর সাহায্যে নির্দিষ্ট দূরত্বে থাকা গাড়িকে কাছে নেয়া যাবে কোনও চালক ছাড়াই।

এ বিষয়ে এলোন মাস্ক কয়েকটি টুইট বার্তায় জানান, টেসলা অ্যাপের ‘সমন’ বাটন চাপ দিয়ে ধরলে গাড়ি আপনাকে পোষা প্রাণীর মতো অনুসরণ করবে। আপনি চাইলে দূর থেকেও গাড়িটি চালাতে পারবেন।

অন্য এক টুইটে মাস্ক জানান, আগামী ৬ সপ্তাহের মধ্যে টেসলার সমন ফিচার পুরোপুরি প্রস্তুত হবে। গত দুই বছর টেসলা যেসব গাড়ি তৈরি করেছে সবগুলোতে এই ফিচার কাজ করবে।