• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাপানে দ্বীপ নিখোঁজ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৮, ২২:১৬

নিজের খারাপ দিনে আপনি হয়তো ওয়ালেট বা চাবি হারিয়ে ফেলতে পারেন। কিন্তু পুরো একটি দ্বীপ হারানো সহজ বিষয় নয়। দ্বীপ হারানোর বিষয়টি শুনে অনেকে অবাক হলেও সম্প্রতি জাপানে এমনটিই ঘটেছে। দেশটির কোস্ট গার্ড সেই হারানো দ্বীপ খুঁজে পেতে মিশনে নামার পরিকল্পনা করছে।

সিএনএন জানিয়েছে, জাপানের উত্তর উপকূল থেকে হারিয়ে যাওয়া ওই দ্বীপের নাম এসানবেহানাকিতাকোজিমা।

এদিকে জাপানি দৈনিক আশাহি শিম্বুন জানিয়েছে, হারিয়ে যাওয়া ছোট ওই দ্বীপটি ছিল হোক্কাইডো দ্বীপের উত্তরভাগের শেষ মাথায় অবস্থিত সারুফুতসু গ্রাম থেকে ৫০০ মিটার দূরে।

এই দ্বীপ নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম নজরে আসে হিরোশি শিমিজু নামের একজন লেখকের মাধ্যমে। তিনি মূলত জাপানের গোপন দ্বীপগুলো নিয়ে একটি ছবির বই তৈরি করছিলেন। এ কারণে এসানবেহানাকিতাকোজিমা দ্বীপের সন্ধানে গিয়েছিলেন তিনি।

সেখানে গিয়ে কিছুটা বিভ্রান্ত হন শিমিজু। তিনি স্থানীয় জেলেদের এ বিষয়ে জিজ্ঞেস করেন। এ সময় সেখানকার এক বয়স্ক লোক শিমিজুকে বলেন, এখানে আগে একটি দ্বীপ দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না।

অন্য জেলেরা বলেছেন, নেভিগেশন সিস্টেমে এটাকে একটি দ্বীপ হিসেবে দেখায়। হারানো দ্বীপটি সম্পর্কে জাপান কর্তৃপক্ষ অবগত আছে। এটা জাপানের সমুদ্র সীমায় থাকা সত্ত্বেও রাশিয়া এই অঞ্চলের মালিকানা দাবি করে। এই দ্বীপটি রাশিয়ানদের কাছে কুরিলস নামে পরিচিত।

২০১৪ সালে নিজেদের সমুদ্রসীমা নির্ধারণের জন্য জাপান সরকার ১৫৮টি জনবসতিহীন দ্বীপের নাম ঘোষণা করে। এর মধ্যে এসানবেহানাকিতাকোজিমা একটি।

দ্বীপটি কি পানিতে তলিয়ে গেছে?

আন্তর্জাতিক আইন অনুযায়ী, জোয়ারের সময়ও ভেসে থাকা দ্বীপের চারপাশের জলরাশিকে নিজেদের বলে দাবি করতে পারে দেশগুলো। ১৯৮৭ সালের এক জরিপে দেখা যায়, এসানবেহানাকিতাকোজিমা দ্বীপটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৪ মিটার উঁচু। ১৯৮৮ সালে জাপানের জিওস্পাশিয়াল ইনফরমেশন অথরিটি এটাকে ছোট দ্বীপ হিসেবে ঘোষণা করে।

এই দ্বীপ নিখোঁজ হওয়ার সম্পর্কে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা তমো ফুজি বলেন, বাতাস ও তুষারের কারণে এটা ক্ষয় হতে পারে। এ কারণে হয়তো পানিতে তলিয়ে গেছে। যদি এসানবেহানাকিতাকোজিমা দ্বীপ আসলেই পানির নিচে চলে যায়, তাহলে ৫০০ মিটার সমুদ্রসীমা হারাবে জাপান।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh