• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকের নিউজফিড থাকছে না?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৮, ১৭:৫৪

বর্তমানে প্রতিদিন ১৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমটির যেকোনও পরিবর্তনই ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলে।

সম্প্রতি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের সব হিসাব প্রকাশ করেছে ফেসবুক। এ সময় বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সাইটটিতে পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন।

বেশিরভাগ ব্যবহারকারীর কাছেই ফেসবুক মানে বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপ ও পেজের শেয়ার করা খবর। এসব খবর যেখানে শেয়ার করা হয় সেটাই হলো নিউজফিড। আর এতেই পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন জাকারবার্গ।

এ সম্পর্কে জাকারবার্গ বলেন, মানুষ যেভাবে একে অন্যের সাথে যুক্ত হতে চায়, সেটা পর্যবেক্ষণ করছি আমরা। এতে দেখা যাচ্ছে মানুষ এখন ব্যক্তিগত পর্যায়ে মেসেজিং করতে ও সবকিছু শেয়ার করতে চায়।