• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকের আয় বাড়ছে নাকি কমছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৮, ১১:৪৫

সময়টা খুব খারাপ যাচ্ছে ফেসবুকের। একের পর এক বিতর্কিত কাজ এবং সেগুলো নিয়ে গ্রাহকদের তীব্র সমালোচনায় কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের এসব বিতর্ক প্রভাব ফেলেছে আয়ের ক্ষেত্রেও। প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এমনকি পূরণ করতে পারেনি ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের আয়ের প্রত্যাশাও।

অন্যদিকে আগের চেয়ে নতুন ব্যবহারকারী তুলনামূলকভাবে কম পাচ্ছে ফেসবুক। এছাড়া তাদের আয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে জনপ্রিয়তা হারাচ্ছে। ফলে আয় কমছে প্রতিষ্ঠানটির।

জানা গেছে, জুলাই ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের প্রত্যেক ব্যবহারকারী থেকে ফেসবুক আয় করে প্রায় ২৬ ডলার। যেখানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এই হার মাত্র ২.৬২ ডলার এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় ১.৯১ ডলার।