• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যবহারকারীদের কেন ধন্যবাদ বার্তা পাঠিয়েছে গুগল?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৮, ১৯:৪১

সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে গুগল। তবে এর কারণ সম্পর্কে অনেকে জানেন না।

গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটির জিমেইল সেবা দেড়শ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছে। এ কারণেই গ্রাহকদের উদ্দেশে ধন্যবাদ বার্তা পাঠিয়েছে গুগল।

এ সম্পর্কে প্রতিষ্ঠানটি এক টুইট বার্তায় জানায়, দেড়শ কোটি ব্যবহারকারী হয়েছে এবং আরও হচ্ছে। ধন্যবাদ আপনাদের।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে জিমেইল। তখন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, চলতি মাসের হিসাব অনুযায়ী জিমেইল আনুষ্ঠানিকভাবে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছালো।