• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্যবহারকারীদের কেন ধন্যবাদ বার্তা পাঠিয়েছে গুগল?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৮, ১৯:৪১

সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে গুগল। তবে এর কারণ সম্পর্কে অনেকে জানেন না।

গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটির জিমেইল সেবা দেড়শ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছে। এ কারণেই গ্রাহকদের উদ্দেশে ধন্যবাদ বার্তা পাঠিয়েছে গুগল।

এ সম্পর্কে প্রতিষ্ঠানটি এক টুইট বার্তায় জানায়, দেড়শ কোটি ব্যবহারকারী হয়েছে এবং আরও হচ্ছে। ধন্যবাদ আপনাদের।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে জিমেইল। তখন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, চলতি মাসের হিসাব অনুযায়ী জিমেইল আনুষ্ঠানিকভাবে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছালো।

এরপর ব্যবহারকারী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আর কোনও তথ্য দেয়নি গুগল। এবছরের শুরুতে জিমেইলকে ঢেলে সাজিয়ে নতুনভাবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। যুক্ত করা হয় নতুন সব ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো কনফিডেনশিয়াল মুড।

কনফিডেনশিয়াল মুডের সাহায্যে খুব গুরুত্বপূর্ণ সব তথ্য বা ডকুমেন্ট পাসওয়ার্ডের সাহায্যে সুরক্ষিত করে পাঠানোর সুযোগ রয়েছে। এই পদ্ধতিতে প্রাপককে মেইল ওপেন করতে প্রেরকের সেট করে দেয়া নির্দিষ্ট পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ফলে এ ধরনের তথ্য বা ডকুমেন্ট চুরি হওয়ার সম্ভাবনা কম।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?
এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর
X
Fresh