• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যে জিনিসগুলো কখনোই গাড়িতে রেখে আসবেন না

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ অক্টোবর ২০১৮, ১৩:২১

গাড়িতে আমরা ইচ্ছা করে কিংবা ভুল করে অনেক কিছুই রেখে আসি। কিন্তু এটা করা উচিত নয়। গাড়িকে পরিবহন মাধ্যম হিসেবেই ব্যবহার করা উচিত। এটা কোনও সংরক্ষণাগার নয়। তাই ভুল করে বা ইচ্ছা করে গাড়িতে কখনও এই জিনিসগুলো রেখে আসবেন না।

ওষুধ
গাড়িতে কখনও ওষুধ রেখে আসবেন না। এগুলো সবসময় আপনার কক্ষের তাপমাত্রায় রাখা উচিত। কিন্তু গাড়ির তাপমাত্রা সময় সময়ে ভিন্ন হয়। গাড়ি চালু থাকলে একরকম তাপমাত্রা আবার বন্ধ থাকলে অন্যরকম তাপমাত্রা থাকে। এতে ওষুধ নষ্ট না হলেও কার্যকারিতা কমে যেতে পারে।

সানস্ক্রিন
উচ্চ তাপমাত্রায় সানস্ক্রিনের কার্যকারিতা কমে যায়। এমনকি নষ্টও হয়ে যেতে পারে। এজন্য গাড়িতে কখনোই সানস্ক্রিন রেখে আসা যাবে না। গাড়ি থেকে নেমে আসার সময় সানস্ক্রিনটি মনে করে সাথে নিয়ে আসুন।

পানির বোতল
এই বিষয়ে গবেষণা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। কিছু গবেষণায় বলা হয়, গাড়িতে প্লাস্টিক বোতল রেখে আসার পর ওই বোতলের পানি পান করলে মারাত্মক সব অসুখ হতে পারে। এমনকি ক্যানসার ও হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাও নাকি রয়েছে।