• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পাসপোর্ট হারালে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৭

পাসপোর্ট একজন নাগরিকের স্বীকৃত পরিচিতির দলিল। দেশের বাইরে নিয়মিত যাতায়াতকারীদের জন্য এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দলিল হারিয়ে গেলে অনেকে খুব হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। ভাবতে থাকেন পরবর্তী করণীয় সম্পর্কে। কিন্তু এ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে হতাশা বাড়তে পারে। এজন্য জেনে নিন পাসপোর্ট হারানোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে।

• পাসপোর্ট হারানোর পর আপনার প্রথম কাজ হবে পাশের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা। এই কাজটির পরই কেবল নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে যেতে হবে।

• আবেদনপত্রের সাথে হারানো পাসপোর্টের ফটোকপি যুক্ত করলে ভালো হয়। এ কারণে সবসময় নিজের কাছে পাসপোর্টের ফটোকপি রাখবেন। সাথে নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও সংরক্ষণ করে রাখতে হবে।

• আবেদনের ৭ দিনের মধ্যে আপনি নতুন পাসপোর্ট পেতে পারেন। সেক্ষেত্রে ৬ হাজার ৯০০ টাকা ফি পরিশোধ করতে হবে। সাধারণভাবে ২১ দিনে পাসপোর্ট পেতে ফি দিতে হয় ৩ হাজার ৪৫০ টাকা।

প্রসঙ্গত, পাসপোর্ট অবশ্যই সাবধানতার সাথে সংরক্ষণ করবেন। সম্ভব হলে একাধিক রঙিন ফটোকপি করে রাখতে হবে। তাহলে নানা ধরনের জটিলতা এড়ানো সম্ভব।

আরও পড়ুন :

ডি/এসআর

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুসংবাদ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
আগরতলা ইমিগ্রেশন সার্ভার ডাউন, ভোগান্তিতে পাসপোর্টধারী যাত্রীরা
X
Fresh