• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফ্যাশনে মাতাচ্ছে বুনন উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৬, ১৭:৪৫

প্রথমবারের মতো ঢাকায় হচ্ছে ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল (বুনন উৎসব)। সামরিক জাদুঘর মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনের এ আয়োজনের উদ্দেশ্য দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে পুনরুজ্জীবিত করা।

উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মোট ২৫ জন জনপ্রিয় ডিজাইনার। উৎসবের প্রথম দিনে ফ্যাশন শোর মাধ্যমে ঐতিহ্যবাহী খাদি ও জামদানি কাপড়ে তৈরি পোশাকের প্রদর্শন করা হয়। শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে হয় গামছা ও মসলিন কাপড়ের ফ্যাশন শো। শেষদিনে দেখানো হবে ক্ষুদ্র জাতিসত্তা ও মিরপুরের বেনারসি প্রদর্শনী।

সহজ ডটকমের মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করা ব্যক্তিরাই আন্তর্জাতিক বুনন উৎসবে যোগ দেয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিদিনের মতো শনিবার শেষদিনে উৎসব চলবে বিকেল সাড়ে ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত।

আয়োজক টুটলি রহমান বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের এখন খুবই করুণ অবস্থা। সারাবিশ্বে একসময় এ অঞ্চলের তাঁতে বোনা পোশাকের জৌলুশ দেখা গেছে। দেশের পোশাক কিনে তাঁতিদের উজ্জীবিত করার মাধ্যমে শিল্পকে আমরাই রক্ষা করতে পারি। এসব পোশাক যে এখনো অভিজাত, সেটা উৎসবে এলেই বুঝতে পারবেন।

এইচএম/ এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh