• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘরোয়া উপায়ে বন্ধ করুন ইঁদুরের উপদ্রব

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৭

বাড়ি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন, তারপরেও ইঁদুরের যন্ত্রণা থেকে কিছুতেই বাঁচতে পারছেন না? বাজার চলতি বিভিন্ন কীটনাশক বা ‘পেস্ট কন্ট্রোল’-এর সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই, তবে এগুলোতে যে সব ক্ষতিকর কেমিক্যাল থাকে সেগুলো স্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করে! তাই ঘরোয়া উপায়ে ইঁদুরের উপদ্রব বন্ধ করুন! জেনে নিন ইঁদুর তাড়ানোর কার্যকরী ঘরোয়া টোটকাগুলো।

১) পঁচা-পেঁয়াজের গন্ধ ইঁদুর মোটেই সহ্য করতে পারে না! এই গন্ধে মানুষের পক্ষেও ঘরে টেকা মুশকিল হতে পারে! তাই, চাইলে টাটকা পেঁয়াজও ইঁদুর উপদ্রুত জায়গায় রাখতে পারেন এবং নিয়মিত পরিবর্তন করুন। ফল হাতেনাতে পারেন।

২) লবঙ্গের ঝাঝাঁলো গন্ধ ও স্বাদও ইঁদুরের কাছে খুব অস্বস্তিকর। কয়েকটা আস্ত লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে ঘরে কোণায় রেখে দিন। এছাড়াও ছোট ছোট তুলোর বল লবঙ্গ তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন কোনায় ছড়িয়ে রাখুন। ইঁদুর পালাবে।

৩) ছোট ছোট তুলোর বল পেপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন কোনায় ছড়িয়ে রাখুন। পেপারমিন্টের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না! ফলে ইঁদুরের উপদ্রব বন্ধ হয়ে যাবে।

৪) রাতে ঘরের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে ঝাড় দিয়ে ফেলে দেবেন। ইঁদুর আর ওই এলাকার ধারেকাছে ঘেঁষবে না।

৫) শুধু ইঁদুর নয়, অন্যান্য পোকা-মাকড় যেমন- আরশোলা, পিপড়া বা ছাড়পোকার উপদ্রব থেকে নিস্তার পেতেও শুকনো লঙ্কার গুঁড়ার কোনও বিকল্প নেই! ঘরের যেখানে ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে পুরনো কপাড়ে শুকনো লঙ্কার গুঁড়া ভরে রেখে দিন। পোকা-মাকড় বা ইঁদুরের উপদ্রব বন্ধ হয়ে যাবে।

সূত্র: জিনিউজ ইন্ডিয়া

আরও পড়ুন :

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
X
Fresh