• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রশ্নোত্তরে জেনে নিন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খুঁটিনাটি (পর্ব ৫)

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৮, ১৮:৩৭

ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য বিআরটিএ’র নিয়ম মেনে আবেদন করলেন। আবেদনের পরই পাবেন শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স। এটি পাবার পর অংশ নিতে হয় দুই-তিন মাসের প্রশিক্ষণ কার্যক্রমে। প্রশিক্ষণ শেষ করার পর প্রক্রিয়ার অংশ হিসেবে সকল লাইসেন্স প্রত্যাশীদেরকেই নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টে অংশগ্রহণ করতে হয়। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আরটিভি অনলাইনের ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্ব আজ।

প্রশ্ন: নিরাপদ দূরত্ব বলতে কী বোঝায়?

উত্তর: সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে।

প্রশ্ন: পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে?

উত্তর: ২৫ মিটার।

প্রশ্ন: পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে?

উত্তর: ৫০ গজ বা ১৫০ ফুট।

প্রশ্ন: লাল বৃত্তে ৫০ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না।

প্রশ্ন: নীল বৃত্তে ঘণ্টায় ৫০ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: সর্বনিম্ন গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না।

প্রশ্ন: লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বোঝায়?

উত্তর: হর্ন বাজানো নিষেধ।

প্রশ্ন: লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কী বোঝায়?

উত্তর: বড় বাস প্রবেশ নিষেধ।
-------------------------------------------------------
আরও পড়ুন : প্রশ্নোত্তরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খুঁটিনাটি (পর্ব ৪)
-------------------------------------------------------
প্রশ্ন: লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বোঝায়?

উত্তর: পথচারী পারাপার নিষেধ।

প্রশ্ন: লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বোঝায়?

উত্তর: সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে।

প্রশ্ন: লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কী বোঝায়?

উত্তর: ওভারটেকিং নিষেধ।

প্রশ্ন: আয়তক্ষেত্রে ‘চ’ লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।

প্রশ্ন: কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ?

উত্তর: নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নিরব এলাকা হিসেবে চিহ্নিত।

প্রশ্ন: কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ?

উত্তর: ক. ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে।

খ. জংশনে।

গ. ব্রিজ/কালভার্ট ও তার আগে-পরে নির্দিষ্ট দূরত্ব।

ঘ. সরু রাস্তায়।

ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।

আরও পড়ুন :

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, জেনে নিন ফি কতো
X
Fresh