• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যে অদ্ভুত লক্ষণগুলো ভয়াবহ রোগের ইঙ্গিত (২য় পর্ব)

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৮, ১৪:০৭

প্রায় দেখা যায় আপনার শরীরের কোনও অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে কিংবা কোথাও লালচে হয়ে আছে। সাধারণত এগুলো তেমন বড় কোনও ব্যাপার নয়। তবে এই ব্যাপারগুলো অবহেলাও করা যাবে না। এগুলো বড় কোনও রোগের পূর্বলক্ষণ হলেও হতে পারে। এই লক্ষণগুলো নিয়ে আরটিভি অনলাইনের তিন পর্বের লেখার দ্বিতীয় পর্ব থাকলো আজ।

হাঁটলে পা ব্যথা

যদি কোনও কারণ ছাড়াই হাঁটলে পা ব্যথা করে তাহলে আপনি বোন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এরকম লক্ষণ দেখা দিলেই আপনার ডাক্তারকে বায়োপসি করাতে বলুন।

ঘনঘন প্রস্রাব করলে

বেশি বেশি প্রস্রাব করলে আপনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। আর যদি খেয়াল করে থাকেন যে আপনি বারবার প্রস্রাব করেন এবং প্রবল তৃষ্ণা বোধ করেন তাহলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।

-----------------------------------------------------------------------
আরও পড়ুন : যে অদ্ভুত লক্ষণগুলো ভয়াবহ রোগের ইঙ্গিত (১ম পর্ব)
-----------------------------------------------------------------------

টিভি দেখতে বসে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া

টিভি কিংবা সিনেমা দেখতে বসে আপনি যদি হুট করেই ঘুমিয়ে যান তাহলে আপনার ‘স্লিপ এপনি’ হয়েছে। এটি ঘুম সংক্রান্ত একটি মারাত্মক রোগ।

ঘুম থেকে ওঠার পর ক্লান্ত লাগলে

ঘুম থেকে উঠলেই যদি আপনি ক্লান্ত কিংবা পরিশ্রান্ত থাকেন তাহলে আপনি ‘রেস্টলেস ল্যাগ সিনড্রোমে’ আক্রান্ত হয়ে থাকতে পারেন।

গলায় কিছু আটকে আছে

গিলে ফেলার পর যদি মনে হয় গলায় কিছু আটকে আছে তাহলে এটি হতে পারে অ্যাসোফাগেয়াল ক্যানসারের পূর্বলক্ষণ।

মেনোপজের পরও রক্ত বের হলে

মেনোপজের পরও যদি কোনও নারীর রক্ত বের হয় তাহলে তিনি আক্রান্ত হতে পারেন ইউটারিন ক্যানসারে।

পেট ফোলা ফোলা লাগলে

কারণ ছাড়াই অস্বাভাবিক এবং অস্বস্তিকর পেট ফোলা ফোলা ভাব থাকলে ওভারিয়ান ক্যানসারের পূর্বলক্ষণ হতে পারে। পেট ফোলার সাথে সাথে আপনার ঘন ঘন প্রস্রাব পেতে পারে, তলপেটে ব্যথা হতে পারে অথবা যৌন কাজ করার সময় অতিরিক্ত ব্যথা হতে পারে।

আরও পড়ুন :

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, ওষুধের তীব্র সংকট
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
X
Fresh