• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাতে মেহেদি লাগাতে যেসব বিষয় খেয়াল রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

  ১৫ জুন ২০১৮, ১২:১৯
ছবি: আরটিভি অনলাইন, তুলেছেন: কাউসার আহমদ

ঈদের কথা শুনলেই প্রথমেই যে শব্দগুলো মাথায় আসে সেগুলো হচ্ছে ফিরনি, সেমাই, কোরমা, পোলাও, নতুন জামা আর সেলামি আর মেহেদি। ঈদের দিনে মেহেদি লাগানোর পরিকল্পনা করে থাকেন বাংলাদেশের সকল নারী। ঈদের কয়েকদিন আগেই বাজার ঘুরে সবচেয়ে ভালো মেহেদিটা কেনা হলো। এবার মেহেদি দেয়ার পালা। তবে মেহেদির গাঢ় রঙ বজায় রাখার জন্য বেশকিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেই।

১) মেহেদি দেওয়ার পর সাবান দিয়ে হাত ধুবেন না। শুধু পানি দিয়ে হাত ধুলেই হবে। সাবান দিয়ে হাত ধুলে মেহেদির রঙ ফিকে হয়ে যায়।

২) কমপক্ষে ৬ ঘণ্টা মেহেদি হাতে রাখার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে পরের দিন সকালে তা তুলে ফেলুন। মনে রাখবেন মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন তত বেশি গাঢ় রং হবে।

৩) চিনি, লেবুর পানি মেহেদির রঙকে গাঢ় করে থাকে। কিন্তু খুব বেশি ব্যবহারে মেহেদি খয়েরি রঙ হয়ে যায়। যা দেখতে একদমই ভালো না।

৪) মেহেদি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করলে ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন।

৫) হালকা বা আবছা আলোর মধ্যে মেহেদি দিবেন না। ভালো মেহেদি ডিজাইনের জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন।

৬) মেহেদি লাগানোর আগে মেহেদির স্থায়িত্ব বজায় রাখার জন্য বিশেষ ধরনের মেহেদি তেল বাজারে পাওয়া যায়। মেহেদি লাগানোর আগে এটা ব্যবহার করতে পারেন। কখনোই মেহেদির লাগানোর পর এই তেল ব্যবহার করবেন না।

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো হয়নি মেহেদির রং, বিয়ের দুদিনের মাথায় স্বামীর মৃত্যু
স্বাস্থ্যকর স্যুপ তৈরি করুণ ৫ টিপস মেনে
X
Fresh